
শুভজিৎ চক্রবর্তী, নজরবন্দিঃ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক যুগান্তকারী রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। যার জেরে কর্মহারা হচ্ছেন কয়েকশো জন৷ দুর্নীতি নিয়ে আদালতের হস্তক্ষেপে চাকরি প্রার্থীরা সন্তুষ্ট হলেও, নিয়োগ চাইছেন তাঁরা। তাঁদের বক্তব্য, শুধুমাত্র চাকরি বাতিল নয়, নিয়োগের ক্ষেত্রেও সমান তৎপরতা দেখাক আদালত।
আরও পড়ুনঃ সৌমিত্রকে জেলবন্দি করার ছক কষা হয়েছিল, SSC দুর্নীতির মাস্টারমাইন্ড পার্থ-ই!
প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালে নবম ও দশম শ্রেণীর নিয়োগের ক্ষেত্রে ভুয়ো নিয়োগ কত হয়েছিল? বৃহস্পতিবার সেই তালিকা কমিশনের ওয়েবসাইটে দেখতে চেয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দেখা গেল কয়েক ঘন্টার মধ্যে সেই তালিকা ওয়েবসাইটে প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন৷ কমিশনের প্রকাশিত সেই তালিকা নিয়ে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে। কিন্তু এরই মাঝে নিয়োগ নিয়ে আশায় বুক বাঁধছেন চাকরি প্রার্থীরা।

গত কয়েক মাস ধরে একটানা কলকাতার বিভিন্ন প্রান্তে হবু শিক্ষকদের আন্দোলনে বসতে দেখা গেছে। দুর্নীতির কথা বারবার বলেও টনক নড়েনি সরকারের। এখন কোর্ট ফেরত একাধিক মামলায় হাতে গরমে উদাহরণ মিলতে শুরু করেছে। তবুও সরকার নমনীয় ও মানবিক হয়ে নিয়োগ নিয়ে সদর্থক ভূমিকা নিক। এমনটাই চান চাকরি প্রার্থীরা। তাই দিনের পর দিন আন্দোলন করেই সরকারের ঘুম ভাঙাতে মরিয়া তারাও।
শুধুমাত্র চাকরি বাতিল নয়, নিয়োগ নিয়েও হবু শিক্ষকদের ভরসা দিক আদালত
বৃ্হস্পতিবার স্কুল সার্ভিস কমিশন ভুয়ো নিয়োগ নিয়ে যে ব্যবস্থা নিয়েছে, তাতে আশার আলো দেখতে পাচ্ছেন হবু শিক্ষকরা। তাঁদের বক্তব্য, এবার তাঁদের নিয়োগ নিয়ে হস্তক্ষেপ করুক সরকার। দীর্ঘ সময় ধরে আন্দোলনের পরে দ্রুত নিয়োগ চাইছেন তাঁরা। স্বচ্ছতার নিয়োগ হোক। এবিষয়ে স্কুল সার্ভিস কমিশন ও সরকার অগ্রণী ভূমিকা নিক৷ চান চাকরি প্রার্থীরাও।