Asia Cup: এশিয়া কাপের দল নিয়ে প্রশ্ন তুলে দিলেন শ্রীকান্ত, কি বললেন প্রাক্তন নির্বাচক?

এশিয়া কাপের দল নিয়ে প্রশ্ন তুলে দিলেন শ্রীকান্ত, কি বললেন প্রাক্তন নির্বাচক?
Srikanth raised questions about the Asia Cup team.

নজরবন্দি ব্যুরোঃ প্রতীক্ষার অবসান। আসন্ন এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। রোহিত শর্মার নেতৃত্বেই সংযুক্ত আরব আমিরশাহীতে খেলবে গতবারে চ্যাম্পিয়ন ভারত। বিরতির পর দলে ফিরলেন বিরাট কোহলি এবং কেএল রাহুল। তবে চোটের কারণে ছিটকে গিয়েছেন দলের তারকা পেসার জশপ্রীত বুমরাহ ও হর্ষল প্যাটেল।

আরও পড়ুনঃ পরিস্থিতি আরও জটিল হচ্ছে অনুব্রতর, ফের নোটিস CBI-র, বুধবার হাজিরার নির্দেশ

বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে রয়েছেন দু’জনই। দল থেকে বাদ পড়লেন শ্রেয়স আইয়ার এবং অক্ষর প্যাটেল। দু’জনকেই স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। দীপক চাহারও থাকছেন স্ট্যান্ডবাইয়ের তালিকায়। ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর আরব আমিরশাহিতে হবে এশিয়া কাপ। প্রথমে শোনা যাচ্ছিল, হার্দিককে হয়তো রোহিতের ডেপুটির দায়িত্ব দেওয়া হবে। তবে ঘোষণার পর দেখা গেল, সহ-অধিনায়কের ভূমিকায় রয়েছেন রাহুলই।

5 7

আর এবার এই ঘোষিত দল নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তিনি বলেছেন, ‘‌আমি নির্বাচক কমিটির চেয়ারম্যান পদে থাকলে সামিকে দলে রাখতাম। রবি বিষ্ণোইকে হয়ত দলে রাখতাম না। তবে বিশ্বাস করি, অক্ষর প্যাটেলকে দলে রাখা নিয়ে লড়াই চলত। আমার মতে, এই লড়াই হত অশ্বিন ও অক্ষরের মধ্যে। আমার ভোট কিন্তু অক্ষরের দিকেই থাকত।’

এশিয়া কাপের দল নিয়ে প্রশ্ন তুলে দিলেন শ্রীকান্ত, কি বললেন প্রাক্তন নির্বাচক?

তিনি আরও বলেন, যথেষ্টই ভাল হয়েছে। তবে আমার মতে দলে আর একজন মিডিয়াম পেসার থাকলে ভাল হত। দু’‌জন রিস্ট স্পিনার রয়েছে। তবে অক্ষরের জন্য সত্যিই খারাপ লাগছে। দীপক হুডার অন্তর্ভুক্তিতে খুশি। ব্যাট করতে পারে। বলটাও জানে।’‌ এরপরই ফের অক্ষর প্রসঙ্গে চলে গেলেন শ্রীকান্ত। বলে দিলেন, ‘‌অস্ট্রেলিয়ার পরিবেশে অক্ষর যথেষ্ট কার্যকরী। শুধু এশিয়া কাপের কথাই বলছি না। বিশ্বকাপের প্রসঙ্গও তুললাম।

4 8
এশিয়া কাপের দল নিয়ে প্রশ্ন তুলে দিলেন শ্রীকান্ত, কি বললেন প্রাক্তন নির্বাচক?

এশিয়া কাপের দল নিয়ে প্রশ্ন তুলে দিলেন শ্রীকান্ত, কি বললেন প্রাক্তন নির্বাচক?

তবে বিশ্বকাপের এখনও কিছুটা দেরি আছে। নির্বাচকরা নিশ্চয়ই ভাবনাচিন্তা করবেন।’ এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দলঃ রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, আবেশ খান।