CR7: ‘বিশ্বকাপে রোনাল্ডো রাজনীতির শিকার’! সিআর7 কে নিয়ে বিস্ফোরক মন্তব্য তুরস্কের প্রেসিডেন্টের
তিনি আরও বলেন, “রোনাল্ডোর মতো একজন তারকা ফুটবলারকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে শেষ আধঘণ্টার জন্য মাঠে নামিয়ে তাঁকে মানসিকভাবে বিধ্বস্ত করা ছাড়া আর কিছুই না।”
Di Maria: এক্ষুনি অবসর নয়, দেশের হয়ে আরও খেলবেন ডি মারিয়া
এমনকি ২০২৪ সালের কোপা আমেরিকাতেও খেলার সম্ভাবনা আছে তার। ‘টিওয়াইসি স্পোর্টস’ এই খবর দিয়েছে। তবে এ বিষয়ে এখনও নিজের বক্তব্য জানাননি ডি মারিয়া।
Messi: কালো জোব্বায় বিশ্বকাপ হাতে নিয়েছিলেন মেসি, তা পেতে বিশাল অঙ্কের টাকার প্রস্তাব এলএম...
মেসি এই প্রস্তাবে রাজি হলে তিনি মধ্য-প্রাচ্যের দেশে এই পোশাকটি প্রদর্শনীতে রাখবেন। যা প্রত্যেককে ওই ঐতিহাসিক মুহূর্ত স্মরণ করিয়ে দেবে। যদিও মেসির তরফে এখনও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
MESSI: ‘হল অফ ফেমে’র সম্মানের জন্য মেসি কে আমন্ত্রণ ব্রাজিলের, কী করবেন বিশ্বজয়ী অধিনায়ক?
হল অফ ফেমে অমর হয়ে রয়েছে তাঁদের কৃতিত্ব। মেসি আমন্ত্রণে সাড়া দিলে সেই তালিকাতেই জুড়ে যাবে তাঁর নামও। এবার দেখার তিনি কবে ব্রাজিলে পা রাখেন। বা ফের তাঁদের আমন্ত্রণ ফিরিয়ে দেন।
দেশে ফিরে বিশ্বকাপ জয় নিয়ে নিজের অনুভূতির কথা জানালেন মেসি, কি লিখলেন ‘মেসিদোনা’?
সেগুলো আমাদের শেখায়। হয়তো সেগুলো হতাশা নিয়ে আসে। তবু ব্যর্থতা ছাড়া সাফল্য পাওয়া সম্ভব নয়। আমার হৃদয় থেকে সকলকে ধন্যবাদ জানাতে চাই। এগিয়ে চলো আর্জেন্টিনা।’’
Messi: এখনই অবসর নয়, দেশের হয়ে আরও ম্যাচ খেলতে চান মেসি
এই মুহূর্তে দেশের হয়ে ১৭২টি ম্যাচে ৯৮টি গোল রয়েছে তাঁর। আর্জেন্টিনার হয়ে আর ২ গোল করলেই তিনি হবেন দেশের একমাত্র ফুটবলার, যার নামের পাশে থাকবে ১০০ গোলের বিরলতম নজির। ফলে এক্ষুনি দেশের জার্সি ছাড়ছেন না মেসি।
Emiliano Martinez: অদ্ভুত সেলিব্রেশান কেন? জানিয়ে দিলেন মার্টিনেজ
কিন্তু তার পরেই তাঁকে নিয়ে শুরু হয়েছে বিত্রক। আর এই বিতর্কের শুরু ফাইনালে সোনার গ্লাবস উপহার পাওয়ার পর যে ভঙ্গিমায় এমি মার্টিনেজ সেটি নিয়ে সেলিব্রেট করেছিলেন তানিয়ে।
Kylian Mbappe: ‘ফিরে আসবই’, ফাইনালের হার সামলে বার্তা এমবাপের
এমবাপের সামনে কম করে আরও তিনবার বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে। যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী মেসি শেষ করে ফেললেন বিশ্বকাপ অভিযান। তাই বলা যায় এমবাপের এই প্রতিজ্ঞা ফলপ্রসূ হতে বাধ্য।
Lionel Messi: জীবনের বড় সাফল্যের মুহূর্ত ভিডিও কলে প্রথম কাকে দেখালেন মেসি? কে সেই...
রবিবার কাতারে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বজয় করেছে আর্জেন্টিনা। ১৯৮৬ সালের পরে ফের ২০২২-এ বিশ্বকাপ জেতার খেতাব পেয়েছে আর্জেন্টিনা। আর তার অন্যতম কারণ হল মেসি। কিন্তু জয়ের ট্রফি হাতে আসতেই প্রথম কাকে ভিডিয় কল করলেন মেসি? কে সেই মানুষ যাকে জীবনের সব থেকে সাফল্যের মুহূর্তটা সবার আগে ভাগ করেছিলেন মেসি?
World Cup Football: আর্জেন্টিনার পক্ষে বাজি ধরেও ১০ কোটি টাকা খোয়ালেন এই র্যাপার!
তবে এত টাকা হারিয়েও মন খারাপ হয়নি ড্রেকের। আর্জেন্টিনা জিতেছে, এতেই নাকি তিনি খুশি। খেলাধুলা নিয়ে বাজি ধরায় ড্রেককে নিয়ে অনেক সমর্থকই প্রায়ই মজা করেন। এমন কথাও প্রচলিত রয়েছে, ড্রেক যেসব দলকে সমর্থন করেন, সেই দলগুলো শেষ পর্যন্ত হেরে যায়। এমনকি ড্রেকের সঙ্গে ছবি তোলায় এ এস রোমা দলকে একবার নিষিদ্ধ করা হয়েছিল।