সুখবর! দুর্গাপুজো উপলক্ষ্যে সপ্তাহান্তে চলবে বাড়তি মেট্রো, জেনে নিন সময়সূচি
Special metro for Durga Puja 2023 shopping

নজরবন্দি ব্যুরো: হাতে আর এক মাসও বাকি নেই! সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো! আর পুজো মানেই নতুন নতুন জামা, খাওয়া দাওয়া, আড্ডা, ঘোরা! আর এবার তো ছুটি পেলেই বাঙালি ছুটবে শপিং করতে। তা নিয়ে কোনও সন্দেহ নেই। কেউ যাবেন বড়বাজারে, কেউ যাবেন হাতিবাগনে, কেউ তো আবার নিউ মার্কেটে যাবেন। তাই ছুটির দিনে মেট্রো-ট্রেনে ভিড় বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: জীবনযাত্রায় এই তিনটি পরিবর্তনেই কমান ওজন, জানুন কিভাবে

তবে আর চিন্তার কারণ নেই। যাত্রীদের কথা মাথায় রেখেই পুজোর আগে মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। অর্থাৎ এবার থেকে ছুটির দিনে বাড়বে মেট্রোর সংখ্যা। যাত্রীদের কথা বিবেচনা করে সপ্তাহান্তে নর্থ-সাউথ করিডে বাড়তি মেট্রো চালানো হবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এপ্রসঙ্গে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ২৩ সেপ্টেম্বর থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত প্রতি শনিবার এবং রবিবার বাড়তি মেট্রো চালানো হবে।

সুখবর, সপ্তাহান্তে চলবে বাড়তি মেট্রো
সুখবর, সপ্তাহান্তে চলবে বাড়তি মেট্রো

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে যে, সাধারনত শনিবার ২৩৪টি মেট্রো চলাচল করে। কিন্তু পুজোর আগে চারটি শনিবার ২৮৮টি মেট্রো চলবে। চারটি শনিবার হল – ২৩ সেপ্টেম্বর, ৩০ সেপ্টেম্বর, ৭ অক্টোবর এবং ১৪ অক্টোবর। আর অন্যদিকে, রবিবার ১৩০টি মেট্রো চলে। কিন্তু পুজোর আগে ২৪ সেপ্টেম্বর, ১ অক্টোবর, ৮ অক্টোবর এবং ১৫ অক্টোবর ১৬৪টি মেট্রো চলবে।যদিওবা শনিবার ও রবিবার প্রথম মেট্রোর সময় হেরফের হয়নি।

সুখবর, সপ্তাহান্তে চলবে বাড়তি মেট্রো

একনজরে সময় সূচি…
১) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: সকাল ৬ টা ৫০ মিনিট।
২) দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: সকাল ৬ টা ৫০ মিনিট।
৩) দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: সকাল ৬ টা ৫৫ মিনিট।
৪) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: সকাল ৭ টা।
৫) রবিবার কবি সুভাষ, দমদম এবং দক্ষিণেশ্বর থেকে সকাল ৯ টায় প্রথম মেট্রো ছাড়বে।
৬) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ৯ টা ২৮ মিনিট।
৭) দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ৯ টা ৪০ মিনিট।
৮) কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো: রাত ৯ টা ৪০ মিনিট।
৯) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো: রাত ৯ টা ৩০ মিনিট।

সুখবর, সপ্তাহান্তে চলবে বাড়তি মেট্রো

সুখবর, সপ্তাহান্তে চলবে বাড়তি মেট্রো