চোখ নয় মনের শুভদৃষ্টি, ছাতনাতলায় চার হাত এক হল জোৎস্না ও বাপির।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ চোখ নয় মনের শুভদৃষ্টি, তাঁরা চোখে দেখতে পাননা। প্রিয় মানুষটিকেও চোখে দেখেননি একবারও। গোলাপের পাপড়ি একটা একটা করে ছিঁড়ে বলেননি, সে কি ভালোবাসে নাকি ভালোবাসে না। অনেক সময় কাছের মানুষ বা ভালোবাসা হয়তো আশপাশেই থাকে, কিন্তু বোঝা যায়না। কিন্তু ওঁরা যেন মনের মধ্যেই প্রিয় মানুষের ছবি এঁকেছেন। মনের মিল থেকেই ছাদনাতলা অবধি পৌঁছালেন জোৎস্না ও বাপি।

আরও পড়ুনঃ জমি তৈরি করেছেন পিকে, অধিবেশন কালেই ৫ দিনের দিল্লি সফর মমতার

বুধবার রাতে বিধাননগরে ভিমবার স্কুলে চার হাত এক হল। ছোটবেলা থেকেই জোৎস্না দাস বিধাননগরে ওই স্কুলে পড়াশোনা করেন। বছরখানেক আগে দিল্লীতে এক কলেজে ভর্তির জন্য গিয়েছিলেন। সেখানে বাপি চট্টোপাধ্যায়ের সঙ্গে পরিচয় হয় জোৎস্নার। এরপরই কয়েকদিন আগে বিধাননগরে এসে জোৎস্নাকে বিয়ের প্রস্তাব দেয় বাপি। দু’জনে ভেবেছিলেন মন্দিরে গিয়ে বিয়ে করে নতুন সংসার শুরু করবেন।

যদিও সামাজিক অনুষ্ঠান করে বিয়ে করা স্বপ্ন ছিল তাঁদের। কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে তাঁরা সাহায্যের আবেদন করে। সেই আবেদনে সাড়া দিয়ে সাহায্যের জন্য এগিয়ে আসেন অনেকে। এরপরই বুধবার রাতে অনুষ্ঠান করে বিয়ে হয়। ভিমবারের আবাসিকেরাই আয়োজন করেন।

চোখ নয় মনের শুভদৃষ্টি, ছাতনাতলায় চার হাত এক হল জোৎস্না ও বাপির।

 চোখে যা দেখা যায় তা দ্রুত রহস্য হারায়। চোখে যা দেখা যায় নাযেমন মন‘, অনেকদিন রহস্য ধরে রাখে। সেই রস্যকেই পাথেয় করেছে জোৎস্না ও বাপি। চোখ নয় মনের শুভদৃষ্টি, তাই চোখ দিয়ে নয় মনের দেখাতেই ওঁরা ছাতনাতলায়! ভাল থাকুন জোৎস্না আর বাপি। শুভকামনা রইল নজরবন্দির। 

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

তিনি এ জন্য ১০০ কোটি টাকা ঘুষও নিয়েছিলেন। সেই টাকা পঞ্জাব এবং গোয়ার বিধানসভা নির্বাচনে আপের প্রচারে খরচ করা হয়েছে। কেজরীওয়াল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ‘রাজনৈতিক স্বার্থ’ নিয়ে বিজেপি এ সব করছে।
বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

অবশেষে বাঘের চোখে জল! হ্যাঁ, তিনি আসলে বাঘমানুষ। সন্দেশখালির বেতাজ বাদশা। যাকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হয় ইডিকে। সকলকে চমকে দিয়ে নিঃশব্দে গা-ঢাকা দিয়ে থাকতে পারেন মাসের পর মাস। সেই শাহজাহান শেখ এবার প্রিজন ভ্যানে বসে স্ত্রী তসলিমা বিবির হাত ধরে কাঁদলেন!
এবার স্কুলে-স্কুলে কে পড়াবে? BJP নাকি RSS? ২৫ হাজার চাকরি বাতিল প্রসঙ্গে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

এবার স্কুলে-স্কুলে কে পড়াবে? BJP নাকি RSS? ২৫ হাজার চাকরি বাতিল প্রসঙ্গে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি দেবাশিস বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বার রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করে। রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এই রায় বেআইনি, আমরা সুপ্রিম কোর্টে যাব, চাকরিহারারা চিন্তা করবেন না।"
ইডেনে রাতে ম্যাচ, দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা পূর্ব রেলের

ইডেনে রাতে ম্যাচ, দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা পূর্ব রেলের

অপর ট্রেনটি বিবাদী বাগ থেকে ছেড়ে ইডেন গার্ডেন্স, প্রিন্সেপ ঘাট, মাঝেরহাট, নিউ আলিপুর, বালিগঞ্জ ও সোনারপুর হয়ে বারুইপুর পৌঁছবে রাত ১.৩২ মিনিটে। দু’টি ট্রেনই ১২ কোচের।
২৬ তারিখ জীবনের শেষ ভোট, দার্জিলিংয়ে সাধারণ মানুষকে কী বার্তা দিলেন অভিষেক?

২৬ তারিখ জীবনের শেষ ভোট, দার্জিলিংয়ে সাধারণ মানুষকে কী বার্তা দিলেন অভিষেক?

গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে খাটা খুলতে পারেনি তৃণমূল কংগ্রেস। অধিকাংশ আসনই বিজেপির ঝুলিতে যায়। একুশের বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গ থেকে হতাশাই প্রাপ্তি হয়েছে শাসক দলের। তবে এই নির্বাচনে খেলা ঘোরাতে মরিয়া তৃণমূল নেতৃত্ব।

Lifestyle and More...