‘শিশুর মত নিষ্পাপ শোভন’ চান বৈশাখীর একটা হিল্লে হোক! কিন্তু কিভাবে জানেন?

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ ‘শিশুর মত নিষ্পাপ শোভন’ জামিন পেতেই আহ্লাদে আটখানা বৈশাখী। হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের রায় শোনার পরই বৈশাখী বলেন, “এই মুহূর্তটা ঈশ্বরকে কৃতজ্ঞতা জ্ঞাপনের। সোমবার থেকে ট্রমায় ছিলাম।” এরপর বৈশাখীর সংযোজন, “‘২০১৬ সালে শোভন বাবু আমাকে বলেছিলেন, বিপদে পড়লে আমি যেন তাঁকে দেখি। আমি সেটাই করব। গত সাতদিন ঘুমোইনি। এখন আইনজীবীদের সঙ্গে কথা বলব। তাঁরা যা বলবেন, সেই মতো ব্যবস্থা নেব।”

আরও পড়ুনঃ কলের গেরো! রাজ্য রিলিজ দিলনা আলাপন কে, নোটিস ফেরাল না কেন্দ্রও।

এর আগে গোলপার্কের আবাসনে ফেরার পর বৈশাখী জানান, ‘‘বাড়ির পরিবেশ ওঁকে অনেকটা শান্তি দিয়েছে। তিনি টিভি দেখছেন, খাচ্ছেন, খবর দেখছেন। অক্সিজেন, নেবুলাইজার কোনও কিছুরই দরকার পড়েনি। তবে এখনও বুকে অল্প ব্যথা আছে। হাসপাতাল থেকে ১৪ দিনের যে ওষুধ খেতে বলা হয়েছিল সেটা চলছে।”

কিন্তু এখন শোভনের রাজনৈতিক অবস্থান কি? বৈশাখীই বা এখন কি করবেন? বিজেপি কি ছেড়ে দিয়েছেন? অনেক প্রশ্নই ঘোরাফেরা করছে রাজনীতির আঙিনায়। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন শোভন বা বৈশাখী দুজনেই পদত্যাগপত্র জমা দেননি। সুতরাং দুজনেই এখনও খাতা কলমে বিজেপিতেই রয়েছেন। শোভন সহ তিন নেতা গ্রেফতার হওয়ার পর যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজাম প্যালেসে ধর্ণা দিয়েছিলেন তখন কৃতজ্ঞতায় বৈশাখী জয়গান করতে শুরু করেছিলেন মমতার।

বলেছিলেন মুখ্যমন্ত্রীর জন্যে জীবনও দিতে পারেন। তবে পরিস্থিতি বদলে যায় শোভনের জেল হেফাজত হতেই। জেল ছুঁয়ে চরম অসুস্থ হয়ে পড়া শোভন যখন এসএসকেএমের উডবার্নে চিকিৎসাধীন তখন বৈশাখী নারদ থেকে শোভনকে বাঁচানোর জন্যে ফোন করেন বিজেপি রাজ্য স সভাপতি জয়প্রকাশ মজুমদারকে। যদিও পাত্তা দেননি জয়প্রকাশ। যাই হোক উডবার্নে ভর্তি হওয়ার আবদার মিটিয়ে বৈশাখীর ঠিকানা এখন শোভনের গোলপার্কের ফ্ল্যাট। সেখানেই ভবিষ্যত স্বপ্ন বুনছেন যুগলে।

‘শিশুর মত নিষ্পাপ শোভন’ কি রাজনীতিতে ফিরছেন? জানা গিয়েছে রাজনীতিতে আর ফিরবেন না শোভন। যদি একন্তই ফিরতে হয়, তাহলে হতে চান কলকাতার মেয়র… দিদির হাত ধরেই। তবে বৈশাখীরও একটা হিল্লে হওয়া চাই।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC

প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC

রায় ঘোষণার পরদিনই দলে দলে চাকরিচ্যুতরা ভিড় জমিয়েছেন ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে। তাঁদের সাফ প্রশ্ন, “সিবিআই-এর মতো সংস্থা যদি এতদিন ধরে তদন্ত করে যোগ্য অযোগ্য বাছতে অপারগ হয় তাহলে কি করে হবে?”
আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

উত্তরবঙ্গের একাধিক জেলায় পারদ চড়বে। নীচের তিন জেলায় মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ক্রমেই তাপমাত্রা বাড়বে। তবে উপরের জেলাগুলিতে যেমন- দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে কুমারটুলি ফুটবল কোচিং সেন্টার

নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে কুমারটুলি ফুটবল কোচিং...

কুমারটুলি ফুটবল কোচিং সেন্টারের সম্পাদক রাজীব গুহ ও তাঁর বন্ধু সঞ্জয় ঘোষ রায় যিনি ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছেন, তাঁদের উদ্দেশ্য ভালো মানের খেলোয়ার তৈরি করে ময়দানে পাঠানো ও বাংলা তথা ভারতের প্রতিনিধিত্ব করানো।
আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

তিনি এ জন্য ১০০ কোটি টাকা ঘুষও নিয়েছিলেন। সেই টাকা পঞ্জাব এবং গোয়ার বিধানসভা নির্বাচনে আপের প্রচারে খরচ করা হয়েছে। কেজরীওয়াল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ‘রাজনৈতিক স্বার্থ’ নিয়ে বিজেপি এ সব করছে।
বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

অবশেষে বাঘের চোখে জল! হ্যাঁ, তিনি আসলে বাঘমানুষ। সন্দেশখালির বেতাজ বাদশা। যাকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হয় ইডিকে। সকলকে চমকে দিয়ে নিঃশব্দে গা-ঢাকা দিয়ে থাকতে পারেন মাসের পর মাস। সেই শাহজাহান শেখ এবার প্রিজন ভ্যানে বসে স্ত্রী তসলিমা বিবির হাত ধরে কাঁদলেন!

Lifestyle and More...