নজরবন্দি ব্যুরো: দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা এবং সঙ্গীত পরিচালক বিজয় অ্যান্টনির মেয়ের রহস্যমৃত্যু। ঘর থেকে উদ্ধার হয় কিশোরীর ঝুলন্ত দেহ। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আত্মহত্যা নাকি কিশোরীর মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোনও কারণ ঘনাচ্ছে রহস্য।
আও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৯ সেপ্টেম্বর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী জেনে নিন
বিজয় অ্যান্টনি দক্ষিণী সিনেমার পরিচিত মুখ। মঙ্গলবার অর্থাৎ আজ সকালে চেন্নাইয়ের বাসভবনে মেয়ের ঘর থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত কিশোরীর নাম মীরা (১৬)। এক বেসরকারি স্কুলের দ্বাদশ শ্রেণীর পড়ুয়া ছিল সে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। মৃতার ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে প্রাথমিক অনুমান কিশোরী আত্মহত্যা করেছে। দুই কন্যা সন্তানের বাবা বিজয়। মীরা ছিল তাঁর বড় মেয়ে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। ইন্ডাস্ট্রির একাধিক কলাকুশলীরা তাঁকে সমবেদনা জানিয়েছেন এবং এই কঠিন সময়ে তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, সোমবার মাঝরাতে মীরার ঘরে ঢুকেছিলেন এক পরিচারিকা। তিনিই প্রথম ঝুলন্ত অবস্থায় কিশোরীকে দেখেছিলেন। এরপর বাড়ির অন্য সদস্যদের ডেকে আনা হয়। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালের তরফে জানানো হয়, অনেক আগেই মৃত্যু হয়েছে বিজয় কন্যার।
কয়েকদিন আগেই একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কৃত হয় মীরা। বড় মেয়ের কৃতিত্ব সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন মা ফাতিমা। এদিকে জানা যাচ্ছে, মীরা বেশ কিছু সময় ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। তবে কী সেই অবসাদ এতটাই চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল যার কারণে আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয় বছর ষোলোর ওই কিশোরী। পুলিশ তদন্তের মাধ্যমে রহস্য মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে।
জনপ্রিয় অভিনেতার মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার, মেলেনি সুইসাইড নোট
