IPL24: সামনের বছর দিল্লির কোচ চাই দাদা কে, দাবি তুললেন ইরফান পাঠান

সামনের বছর দিল্লির কোচ চাই দাদা কে, দাবি তুললেন ইরফান পাঠান
Sourav is the coach of Delhi next year, claims Irfan Pathana

নজরবন্দি ব্যুরো: এবছর আইপিএলে দিল্লির অবস্থা খুবই খারাপ। টুর্নামেন্টের শুরুতেই প্রথম ৫ ম্যাচ হারে দিল্লি। এরপর কিছুটা হলেও গামবাট করে ডেভিড ওয়ার্নারের দল। আর তার ফলস্বরূপ পরবর্তী পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে যেতে দিল্লি। কিন্তু চেন্নাই এবং পাঞ্জাবের কাছে হেরে প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে সৌরভের দিল্লি ক্যাপিটালস।

আরও পড়ুন: Sourav Ganguly-র নিরাপত্তা বাড়াল নবান্ন, কোন আশঙ্কার জেরে এই সিদ্ধান্ত?

ফলে এবছরের মত আইপিএল টুর্ণামেন্টে তাদের যাত্রা খাতায় কলমের শেষ। শুধু বেঁচে আছে একটি ম্যাচ নিয়ম রক্ষার। এই অবস্থায় বিভিন্ন মহল থেকে উঠে আসছিল জল্পনা। জানা যাচ্ছিল দিল্লির কোচ থেকে সাপোর্ট স্টাফ সকলকেই নাকি আগামি বছর টুর্ণামেন্টে পাল্টানো হবে। প্রশ্ন উঠেছিল তাহলে ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গাঙ্গুলীর অবস্থান কী হবে আগামী বছর।

IPL24: সামনের বছর দিল্লির কোচ চাই দাদা কে, দাবি তুললেন ইরফান পাঠান
সামনের বছর দিল্লির কোচ চাই দাদা কে, দাবি তুললেন ইরফান পাঠান

এই অবস্থাতেই এবার সৌরভের হয়ে ব্যাট ধরলেন তাঁর এক সময়ের প্রাক্তন সতীর্থ বাঁহাতি পেসার ইরফান পাঠান। ইরফান সরাসরি এবার দিল্লির কোচের ভূমিকায় দেখতে চাইলেন মহারাজকে। পাঠানের যুক্তি, ভারতীয় প্লেয়ারদের মানসিকতা খুব ভাল বোঝেন সৌরভ। ড্রেসিং রুমের পরিবেশ কেমন রাখতে হয়, সেটা জানা ভারতের প্রাক্তন অধিনায়কের।

IPL24: সামনের বছর দিল্লির কোচ চাই দাদা কে, দাবি তুললেন ইরফান পাঠান

পাঠান বলেছেন, ”দিল্লির ডাগ আউটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি বড় ব্যাপার। দাদাকে যদি কোচের দায়িত্ব দেওয়া হয়, তাহলে এই দলটাই আরও ভাল করবে। সৌরভের হাতে পড়ে দলটা বদলে যাবে বলেই আমার বিশ্বাস। ভারতীয় খেলোয়াড়দের মানসিকতা সম্পর্কে সম্যক ধারণা রয়েছে দাদার। ড্রেসিং রুমের পরিবেশ কেমন রাখতে হয়, তাও জানা সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

সামনের বছর দিল্লির কোচ চাই দাদা কে, দাবি তুললেন ইরফান পাঠান

IPL24: সামনের বছর দিল্লির কোচ চাই দাদা কে, দাবি তুললেন ইরফান পাঠান

দিল্লি এর সুবিধা নিতে পারে। ওয়ার্নারকে বলতে শোনা গিয়েছে, পরের মরশুমের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে দল। সেই প্রেক্ষিতেই বলছি, পরিবর্তিত ভূমিকায় গাঙ্গুলিকে দেখলে সমস্যা হওয়ার কথা নয়।” এবার দেখার আগামী মরশুমে সৌরভ কে কী ভবে দেখা যায় দিল্লির সাথে।