দেবের ছবিতে নায়িকা হওয়ার জন্য জোরদার প্রস্তুতি সৌমিতৃষার, কেটে ফেললেন একঢাল চুল
Soumitrisha, cut off her long hair for prodhan

নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘদিন ধরে মিঠাই ধারাবাহিকের কাজ করার পর এবার বড়পর্দায় কাজ করতে চলেছেন সৌমিতৃষা কুণ্ডু। যার জন্য জোরকদমে প্রস্তুতি চালাচ্ছেন অভিনেত্রী। এবার সেই ছবির জন্যই নিজের প্রিয় লম্বা চুল কেটে ফেললেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য কাজ হারালেন ২২ বছরের কন্যে, প্যানিক অ্যাটাকে মরনাপন্ন অবস্থা!

সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন Sacrifices are like investments! preparing for #pradhan। সেই পোস্ট ঘিরেই শুরু হয়েছে জল্পনা। তবে কি সত্যি সত্যি নিজের চুল কেটে ফেললেন অভিনেত্রী? এই প্রশ্ন দানা বাঁধছে অনুরাগীদের মনে।

Tollywood: দেবের ছবিতে নায়িকা হওয়ার জন্য জোরদার প্রস্তুতি সৌমিতৃষার, কেটে ফেললেন একঢাল চুল

সম্প্রতি এক সাংবাদিকে দেব বলেন “দেখুন আমি এখন ক্যারেক্টার ওরিয়েন্টেড ছবিতে বেশি কাজ করছি। ‘বাঘাযতীন’-এ যেমন আমাকে হেয়ার স্টাইল বদলাতে হয়েছে, হাঁটাচলায় পরিবর্তন আনতে হয়েছে। আমরা চেয়েছিলাম তাঁর স্ত্রীর চরিত্রেও এমন কাউকে নিতে যার সঙ্গে অনেক মিল আছে। আমরা বিজ্ঞাপনে সেটা লিখে দিয়েছিলাম।

দেবের ছবিতে নায়িকা হওয়ার জন্য জোরদার প্রস্তুতি সৌমিতৃষার, কেটে ফেললেন নিজের চুলও! 

Tollywood: দেবের ছবিতে নায়িকা হওয়ার জন্য জোরদার প্রস্তুতি সৌমিতৃষার, কেটে ফেললেন একঢাল চুল

সেখান থেকেই সৃজাকে বেছে নেওয়া। ‘প্রধান’-এও তাই। যে চরিত্র ওখানে দেখানো হবে, ওই চরিত্রটির সঙ্গে সৌমিতৃষা খুব ভাল ফিট করে। ক্যারেক্টার ওরিয়েন্টেড ছবির ক্ষেত্রে আমরা সেরকমই চেষ্টা করি।” তবে কি দেবের কথাতেই চুল কেটে ফেললেন অভিনেত্রী?