BGBS 2022: Son of Gautam Adani meets Chief Minister Mamata Banerjee at nabanna

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে বিনিয়োগ টানতে আদানি গোষ্ঠীর সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রিল মাসে শিল্প সম্মেলনের আগে গৌতম আদানির (Goutam Adani) ছেলে তথা আদানি পোর্টের (Adani Port) চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) করন আদানির (Karan Adani) সাথে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী। এদিন প্রায় দেড় ঘন্টা বৈঠক হয় দুজনের। সূত্রের খবর, কমবেশি নয়া শিল্প নিয়ে কথা পাকা হয় গিয়েছে।

আরও পড়ুনঃ তৃণমূলে আসার জন্য শুভেন্দু পিছনের দরজা খুঁজছেন, এবার বিস্ফোরক সব্যসাচী দত্ত

গত বছর ডিসেম্বর মাসে নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে রাজ্যে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছিলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। এ বার এলেন গৌতমের ছেলে করণ। মুখ্যমন্ত্রীর সঙ্গে গত বৈঠকে আদানি গোষ্ঠীর কর্ণধার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করার পর থেকেই দুই পক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তারই ফলস্বরূপ বৃহস্পতিবারের এই বৈঠক।

আদানীর সঙ্গে মমতার বৈঠক সিঙ্গুরে ন্যানো কারখানার স্মৃতি রোমান্থন করাচ্ছে। বিপুল অর্থ বিনিয়োগের পর বাংলা থেকে টাটার বিদায়ের পর আর বড় কোনও শিল্পপতিরা মমতার জমানায় আসতে সাহস দেখাননি। বরং সিঙ্গুর-নন্দীগ্রামের আন্দোলন পরবর্তীকালে মমতাকে ক্ষমতার আসনে বসিয়ে দেয়৷। তারপর থেকে প্রায় এক দশক কোন বড় শিল্পপতি বাংলায় বড় শিল্পে বিনিয়োগ করতে আগ্রহ দেখাননি। এই পরিস্থিতিতে আদানির সাথে মমতার বৈঠক যথেষ্ট আশার আলো দেখাচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

নবান্নে মমতার সঙ্গে বৈঠকে আদানির ছেলে, রাজ্যে আসছে নয়া শিল্প।

নবান্নে মমতার সঙ্গে বৈঠকে আদানির ছেলে, রাজ্যে আসছে নয়া শিল্প।
নবান্নে মমতার সঙ্গে বৈঠকে আদানির ছেলে, রাজ্যে আসছে নয়া শিল্প।

আজকের বৈঠকে মমতা বন্দোপাধ্যায়ের সাথে উপস্থিত ছিলেন হরেকৃষ্ণ দ্বিবেদী। কি কথা হল তা নিয়ে কোনকিছু সামনে না এলেও। সূত্রের খবর সমুদ্র বন্দরে বিনিয়োগ করতে চলেছে আদনি গোষ্ঠী। তাজপুরে তৈরি হবে এই গভীর সমুদ্র বন্দর। আর সেই নির্মাণের জন্য দরপত্র চেয়ে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতিমধ্যেই  যেখানে গভীর সমুদ্রবন্দর তৈরি হবে সেই জায়গা পরিদর্শন করে গিয়েছেন আদানি শিল্পগোষ্ঠীর কর্মকর্তারা।

উল্লেখ্য, গত বছর ডিসেম্বর মাসে মমতার সঙ্গে বৈঠকের পর গৌতম টুইটে লিখেছিলেন, ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আনন্দিত। পশ্চিমবঙ্গে বিপুল বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। আমি ২০২২-এর এপ্রিলে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে (বিজিবিএস) যোগদানের জন্য উন্মুখ হয়ে রয়েছি।’