ভোট ব্যাংকের নতুন ভাগীদার! বিরোধী দলের তালিকায় এবার সিদ্দিকির ‘ সেকুলার ফ্রন্ট’।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: ভোট ব্যাংকের নতুন ভাগীদার! বাংলায় এইমুহুর্তে চলছে নবান্ন দখলের লড়াই। ২১ এর বিধানসভা নির্বাচন জিতে কে বসবে বাংলার মসনদে সেই নিয়ে বেশ সরগরম বাংলা। দিনের দিন চলছে দলবদলের পালা। প্রত্যেক দিন বদলাচ্ছে রাজ্য রাজনীতির সমীকরণ। বাংলায় বিধানসভা নির্বাচনে শাসক দলের সাথে লড়ার কথা বাম কংগ্রেস বিজেপি। তার সাথেই আজ প্রত্যাশা মত নতুন দলের কথা ঘোষণা করলেন পীরজাদা আব্বাস সিদ্দিকি।

আরও পড়ুনঃ চাকরির দাবিতে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনেই জমায়েত SSC প্রার্থীদের

আজ সাংবাদিক সম্মেলন করে দলের নাম এবং প্রতীকী পতাকা প্রকাশ করেন তিনি। ২০০৯ সাল থেকে রাজ্য রাজনীতিতে সক্রিয় ভাবে আছেন আব্বাস সিদ্দিকী। এই মুহূর্তে পিছিয়ে পড়া মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিতেই নতুন দল গড়ার কথা বলেছিলেন তিনি। আজ সাংবাদিক সম্মেলন করে সেই দলের কথা প্রকাশ করেন আব্বাস সিদ্দিকি। ২০০৯ থেকে রাজনৈতিক সক্রিয়তার পর আব্বাস তৈরি করেছিলেন ফুরফুরা শরীফ আহালে সুন্নাতুল জন্নত নামে একটি সংগঠন। রাজনীতিতে প্রত্যেক দিন নকশা বদলাচ্ছেন কেউ না কেউ।

এতদিন মনে করা হচ্ছিল রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূলের সঙ্গে ,তৃণমুলের হয়েই ভোট লড়বেন তিনি। আব্বাসকে দলে টানতে চেয়েছিল বাম – কংগ্রেস জোট ও। কিন্তু তাতেও সাড়া দেননি সিদ্দিকি। জানিয়েছিলেন ওয়েইসির সমর্থনে লড়বেন বাংলার ২১ এর বিধানসভার নির্বাচন। এই পরিস্থিতিতে আজ নিজের দল গঠনের কথা প্রকাশ্যে আনেন তিনি। আব্বাস সিদ্দিকির নবগঠিত দলের নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ISF । দলের গঠনের কথা ঘোষণার সঙ্গে সঙ্গে আব্বাস দলের নয়া পতাকা ও প্রকাশ করেন আজ। নীল ও সবুজ দুই রং আছে পতাকায়।

দলের চেয়ারম্যান পদে থাকছেন আব্বাসের ভাই নৌসাদ সিদ্দিকি। প্রায় এক দশকের বেশি সময় ধরে রাজনীতিতে সক্রিয় আব্বাস সিদ্দিকি। বারবার পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করার কথা বলেছেন তিনি। সেই থেকেই প্রথমে ভাবা হয়েছিল তৃণমুলের সাথে জোট বেঁধে ২১ এর নির্বাচন লড়বে সিদ্দিকির গোষ্ঠী। ফুরফুরা শরীফের পীরজাদার উল্লেখ্যযোগ্য প্রভাবও রয়েছে বাঙালি মুসলিম ও সংখ্যালঘু যুব সম্প্রদায়ের ওপর। হাওড়া হুগলির বিভিন্ন জায়গায় একাধিক ধর্মীয় সভাও করেছেন তিনি। গত কয়েকমাস যাবৎ সভা মঞ্চ থেকে একাধিকবার নানা ভাবে রাজনৈতিক বার্তা দিয়েছেন তিনি।

ভোট ব্যাংকের নতুন ভাগীদার! সিদ্দিকি আগেও বারবার জানিয়েছিলেন শুধু মুসলিম নয়, হিন্দু সম্প্রদায়েরও বহু পিছিয়ে পড়া মানুষ আছেন তাদের জন্য কাজ করে চান তিনি। খবরে জানা যাচ্ছে মূলত রাজ্যের মুসলিম অধ্যুষিত জেলাগুলিতে প্রার্থী দেবে ISF। সূত্রের খবর এই মুহূর্তে আব্বাসের মূল লক্ষ্য দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়ার কিয়দংশ। মানুষ রোজ ভাবছে এক, ঘটছে উল্টে গিয়ে আরেক। ২১ এর নির্বাচনের আগে প্রত্যেকদিন যে পরিমাণ বদলাচ্ছে চেনা নকশা তাতে রীতিমত বিভ্রান্ত সাধারণ মানুষ।অবশ্যই চিন্তিত রাজনৈতিক মহল ও। এই পরিস্থিতিতে আব্বাস সিদ্দিকির এই নতুন দল গঠন স্বাভাবিক ভাবেই প্রভাব ফেলবে রাজ্যের রাজনীতিতে এবং আগামী নির্বাচনের ভোট ব্যাংকে। সেটা কতটা সেটাই এখন দেখার।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ভোটের প্রথম দিনেই অশান্তি বাংলায়, পিসরুম থেকে নজরদারি রাজ্যপালের

ভোটের প্রথম দিনেই অশান্তি বাংলায়, পিসরুম থেকে নজরদারি রাজ্যপালের

শীতলকুচিতে এক বিজেপি কর্মীর ওপর হাঁসুয়া দিয়ে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তাঁর হাতে ও মাথায় কোপ পড়েছে বলে অভিযোগ। পাশাপাশি, ভোট দানেও বাধা দেওয়া হচ্ছে বলে বিজেপি কর্মীরা নালিশ জানিয়েছেন।
দেশের মধ্যে এগিয়ে বাংলা, সকাল ৯ টা পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়ল এরাজ্যে

দেশের মধ্যে এগিয়ে বাংলা, সকাল ৯ টা পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়ল এরাজ্যে

নির্বাচন কমিশনের তরফে তথ্য প্রকাশ করা হয়েছে। সকাল ৯ টা পর্যন্ত গোটা দেশের মধ্যে বাংলায় সর্বোচ্চ ভোটদান (Highest Rate of Voting in Bengal) হয়েছে। শতাংশের হার বাংলায় কত পড়ল ভোট?
প্রথম দফাতেই 'অশান্ত 'বাংলা, TMC-BJP তরজা, ভোট দিলেন ৩ কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা

প্রথম দফাতেই ‘অশান্ত ‘বাংলা, TMC-BJP তরজা, ভোট দিলেন ৩ কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা

১৯ এপ্রিল প্রথম দফার লোকসভা নির্বাচনে দেশের ১০২ টি কেন্দ্রে ভোট চলছে, যার মধ্যে বাংলার তিনটি কেন্দ্র রয়েছে। সকাল ৭ টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ পর্ব চলবে সন্ধ্যে ৭ টা পর্যন্ত। ২০২৪ লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হবে আগামী ৪ জুন।
নজর কাড়লেন 'কমরেড' অধীর! সেলিমের সমর্থনে বামপন্থী বেশে প্রদেশ কংগ্রেস সভাপতি

নজর কাড়লেন ‘কমরেড’ অধীর! সেলিমের সমর্থনে বামপন্থী বেশে প্রদেশ কংগ্রেস সভাপতি

আর এদিন অধীরকে কেউ আগে থেকে না চিনলেই ধরতেই পারতেন না যে তিনি কংগ্রেস নেতা। কাস্তে-হাতুড়ি-তারার সাদা উত্তরীয় গলায় দিয়ে অধীরকে কোনও অংশেই 'কমরেড'-এর চেয়ে কম মনে হয়নি। বরং মনে হচ্ছিল তিনি যেন দীর্ঘদিন বাম আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেতা!
এই গরমে টক ডালেই মিলবে রেহাই, সারাদিন ফুরফুরে থাকবে শরীর, রইল রেসিপি

এই গরমে টক ডালেই মিলবে রেহাই, সারাদিন ফুরফুরে থাকবে শরীর, রইল রেসিপি

আমাদের দিদা ঠাকুমারা বলতেন, টক খেলে গায়ে রোদ লাগে না। কথাটা একদমই ভুল নয়। শরীর ঠাণ্ডা করতে সাহায্য করে কাঁচা আম। এতে শরীর খারাপ হওয়ার সম্ভাবনাও কম। জেনে নিন কীভাবে বানাবেন?

Lifestyle and More...