নজরবন্দি ব্যুরো: কর্ণাটকে বিপুল ভোট নিয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস। এরপর থেকেই জল্পনা চলছিল মুখ্যমন্ত্রীর আসনে কে বসবেন? রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দলের প্রবীণ নেতা সিদ্দারামাইয়াকেই ফের মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে বলে সুত্রের খবর। অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার হতে পারেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী। এমনটাই খবর পাওয়া গিয়েছে কংগ্রেসের অন্দরমহল সূত্রে।
আরও পড়ুন: Kolkata Metro: মেট্রোর সময় সূচিতে বদল, রবিবার ২ ঘণ্টা আগেই মিলবে পরিষেবা
কর্ণাটকে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন সিদ্দারামাইয়া এবং ডিকে শিবকুমার। সংশয়ের মাঝেই শপথ গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। আগামী বৃহস্পতিবার নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন। সিদ্ধান্ত নিতে দুই পদপ্রার্থীকে দিল্লিতে ডেকে পাঠায় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সোমবার সিদ্দারামাইয়া রাজধানীতে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু ডি কে শিবকুমার শারীরিক অসুস্থতার কারণে পরের দিন মঙ্গলবার জানান।

দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখা করেন সিদ্দারামাইয়া। প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন তাঁরা। রাহুল গান্ধীর সঙ্গে দিল্লিতে ১০ জনপথ রোডের আবাসনে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন ডি কে শিবকুমার। কংগ্রেস সূত্রে খবর, কর্ণাটকের মুখ্যমন্ত্রী হবেন সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী হবে ডিকে শিবকুমার।
গত ১০ মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন হয়। ১৩ মে ছিল ফলপ্রকাশ। প্রাক্তন শাসক দল বিজেপিকে হারিয়ে বিপুল ভোট নিয়ে জয়লাভ করে কংগ্রেস। ২২৪ টির মধ্যে ১৩৫ টি আসন পেয়েছে হাত শিবির। নির্বাচনী প্রচারে বিজেপিকে টক্কর দিতে কোনও কমতি রাখেনি কংগ্রেস। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সনিয়া গান্ধী সহ শীর্ষ নেতৃত্বের অনেকেই প্রচারে এসেছিলেন। আগামী বছর লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের এই জয় কংগ্রেসের মনোবল শক্ত করেছে বলেই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী হবেন সিদ্দারামাইয়া! রাজ্যে গুরুদায়িত্বে ডিকে শিবকুমার
