Karnataka CM: কর্ণাটকের নয়া মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, আড়াই বছরের ফর্মুলা প্রয়োগ করল কংগ্রেস

কর্ণাটকের নয়া মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, আড়াই বছরের ফর্মুলা প্রয়োগ করল কংগ্রেসকর্ণাটকের নয়া মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, আড়াই বছরের ফর্মুলা প্রয়োগ করল কংগ্রেস
Siddaramaiah to become Karnataka CM

নজরবন্দি ব্যুরোঃ কংগ্রেস জয়ী হওয়ার পরেই কর্ণাটক এবং দিল্লির রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। বিভিন্ন রিপোর্টে দাবিও করা হয়েছিল। অবশেষে আনুষ্ঠানিক ভাবে আজ দুপুর ১২টা নাগাদ কংগ্রেসের তরফে ঘোষণা করা হল কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রীর কে হবেন। দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানিয়ে দেন যে সিদ্দারামাইয়া আগামী শনিবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন।

আরও পড়ুনঃ হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনে প্রধানমন্ত্রী, জানুন ট্রেনের খুঁটিনাটি

তাঁর ডেপুটি অর্থাৎ উপ মুখ্যমন্ত্রী হিসেবে সেদিন শপথ নেবেন কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার। ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত শিবকুার কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতিও থাকবেন বলে জানানো হয়। ১৩৫টি আসনে জিতে কর্ণাটকে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেও দুই হেভিওয়েট নেতার একই দাবিকে মান্যতা দিতে অস্বস্তিতে পড়েছিল কংগ্রেস হাইকমান্ড।

কর্ণাটকের নয়া মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, আড়াই বছরের ফর্মুলা প্রয়োগ করল কংগ্রেস
কর্ণাটকের নয়া মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, আড়াই বছরের ফর্মুলা প্রয়োগ করল কংগ্রেস

কর্ণাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বিগত বেশ কয়েকদিন ধরেই দিল্লিতে ঘাঁটি গেড়ে বসেছিলেন। দুজনেরই ইচ্ছা মুখ্যমন্ত্রী হবেন। সেই কারনেই সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছিল দলের। অবশেষে গতকাল গভীর রাতে কর্ণাটকের মুখ্যমন্ত্রিত্বের ‘ফর্মুলা’ চূড়ান্ত করতে পেরেছেন মল্লিকার্জুন খাড়গে।

বিগত তিনদিন ধরে সিদ্দারামাইয়া দিল্লিতে ছিলেন। শিবকুমার রাজধানীতে ছিলেন গত ২ দিন ধরে। মল্লিকার্জুন খাড়গে ছাড়াও এই দুই নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন। এদিকে কর্ণাটকের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক রণদীপ সিং সুরজেওয়ালাও এই দুই নেতার সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। খাড়গের সঙ্গেও বৈঠক করেন সুরজেওয়ালা। অবশেষে গতকাল সোনিয়া গান্ধী ময়দানে নামেন এবং ডিকে শিবকুমারকে বোঝান। তাতে বরফ গলে। উপমুখ্যমন্ত্রী পদ গ্রহণে সম্মত হন শিবকুমার।

কর্ণাটকের নয়া মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, আড়াই বছরের ফর্মুলা প্রয়োগ করল কংগ্রেস

কর্ণাটকের নয়া মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, আড়াই বছরের ফর্মুলা প্রয়োগ করল কংগ্রেস

শেষ পর্যন্ত তাঁকে ‘আড়াই বছরের ফর্মুলায়’ রাজি করানো গিয়েছে বলে জানা গিয়েছে। দুই নেতা একটি রোটেশনাল সূত্রে সম্মত হওয়ায় কংগ্রেস দল এই সিদ্ধান্তে পৌঁছেছে বল জানা গিয়েছে। সিদ্দারামাইয়া ২.৫ বছরের জন্য মুখ্যমন্ত্রী থাকবেন। এর পরে, শিবকুমার মুখ্যমন্ত্রী হিসাবে গ্রহণ করবেন। শপথ গ্রহণ অনুষ্ঠান শনিবার, ২০ মে অনুষ্ঠিত হবে।