মহাকাব্যিক ইনিংস খেলে IPL-এ শুভমান করলেন অনেক রেকর্ড! দেখুন সে গুলি কী কী

মহাকাব্যিক ইনিংস খেলে IPL-এ শুভমান করলেন অনেক রেকর্ড! দেখুন সে গুলি কী কী
Shubman set many records in IPL

নজরবন্দি ব্যুরো: কমলা টুপির দৌড়ে সবার থেকে এগিয়ে শুভমান গিল। এবারের টুর্নামেন্টে ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছেন গুজরাট টাইটান্সের তারকা প্লেয়ার। এখনও বাকি ফাইনাল ম্যাচ। অসাধারণ, অবিশ্বাস্য, অপ্রতিরোধ্য। কোন শব্দে বাঁধা যাবে শুভমান গিলকে?

আরও পড়ুন: উজ্জ্বল ধ্রুবতারা, শুভমানের ইনিংস দেখে এই ভাবেই শুভেচ্ছা জানালেন বিরাট

তাঁর ইনিংস মানে চোখের আরাম। শুধু তো দর্শক নয়, গোটা ক্রিকেট কূলকে মুগ্ধ করছেন তিনি। চুপচাপ, সংযত এই গিলের বিধ্বংসী, আগ্রাসী ব্যাটিং বিক্রমেই টানা দ্বিতীয়বার টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল গুজরাট টাইটান্স। আর শুভমান করে ফেললেন বেশ কিছু রেকর্ড।

মহাকাব্যিক ইনিংস খেলে IPL-এ শুভমান করলেন অনেক রেকর্ড! দেখুন সে গুলি কী কী

যেমন, আইপিএলের প্লে-অফ পর্যায় সর্বোচ্চ রানের ইনিংস খেলার নজির গড়েছেন শুভমন। ৬০ বলে ১২৯ রান করেছেন তিনি। আইপিএলের সপ্তম ব্যাটার হিসাবে আইপিএলের প্লে-অফ পর্যায় শতরান করলেন শুভমন।

মহাকাব্যিক ইনিংস খেলে IPL-এ শুভমান করলেন অনেক রেকর্ড! দেখুন সে গুলি কী কী
মহাকাব্যিক ইনিংস খেলে IPL-এ শুভমান করলেন অনেক রেকর্ড! দেখুন সে গুলি কী কী

তাঁর আগে প্লে-অফ পর্বে শতরান করার নজির রয়েছে সহবাগ, শেন ওয়াটসন, ঋদ্ধিমান সাহা, মুরলি বিজয়, রজত পাটিদার এবং জস বাটলারের। এক আইপিএলে মোট রান সংগ্রহের ক্ষেত্রে শুভমন উঠে এসেছেন তৃতীয় স্থানে।

এখনও পর্যন্ত এক আইপিএলে সর্বোচ্চ রান করার নজির বিরাট কোহলির দখলে। তিনি ২০১৬ সালে ৯৭৩ রান করেছিলেন। দ্বিতীয় স্থানে রয়েছেন বাটলার ৮৬৩। এক আইপিএলে দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে ৮০০ রানের মাইলফলক স্পর্শ করলেন শুভমন। কোহলি ছাড়া এই কৃতিত্ব আর কারও ছিল না।

মহাকাব্যিক ইনিংস খেলে IPL-এ শুভমান করলেন অনেক রেকর্ড! দেখুন সে গুলি কী কী

মহাকাব্যিক ইনিংস খেলে IPL-এ শুভমান করলেন অনেক রেকর্ড! দেখুন সে গুলি কী কী

গুজরাতের ওপেনিং ব্যাটার হলেন তৃতীয় ক্রিকেটার, যিনি একই আইপিএলে তিনটি বা তার বেশি শতরান করলেন। কোহলি এবং বাটলারের এই কৃতিত্ব রয়েছে। এখনও বাকি ফাইনাল। সেখানে কী করেন শুভমান সেদিকেই নজর এখন সবার।