শ্যুটআউট অ্যাট শীতলকুচি! দুষ্কৃতীদের হাতে আক্রান্ত পুলিশ, আতঙ্ক এলাকায়

শ্যুটআউট অ্যাট শীতলকুচি, দুষ্কৃতীদের হাতে আক্রান্ত পুলিশ, আতঙ্ক এলাকায়
shootout at sitalkuchi police attacked by miscreant

নজরবন্দি ব্যুরো: শ্যুটআউট অ্যাট শীতলকুচি! ফের রাজ্যে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত পুলিশ! জানা যাচ্ছে, দুষ্কৃতী ডেরায় অভিযান চালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত হলেন কয়েকজন পুলিশকর্মী। যদিও অভিযুক্ত এখনও পলাতক। তবে এই ঘটনায় অভিযুক্তের স্ত্রী এবং মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি মূল অভিযুক্তের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: Mid Day Meal এ ফের মিলল মৃত টিকটিকি, ব্যাপক উত্তেজনা রাজ্যের শিক্ষাকেন্দ্রে

ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলকুচিতে। সেখানে শীতলকুচি থানা এলাকার আজিজুল অস্ত্র আইনে অভিযুক্ত আজিজুল মিঞা নামে এক দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চালায় পুলিশের একটি দল। কিন্তু পুলিশের এই তল্লাশি অভিযানের খবর কোনও মতে আগেই পেয়ে যায় অভিযুক্ত।

শ্যুটআউট অ্যাট শীতলকুচি, রক্তাক্ত হলেন কয়েকজন পুলিশকর্মী

এরপরেই পুলিশ ওই গ্রামে পা রাখতেই অভিযুক্ত ও তার এক সঙ্গী ডেরা থেকে পালিয়ে যায়। তখনই অভিযুক্তরা পুলিশের দিকে গুলি ছোঁরে। আর অন্যদিক থেকে আত্মরক্ষার জন্য পুলিশও পালটা গুলি চালায়। আর এই সংঘর্ষের মাঝেই অভিযুক্তদের গুলিতে আহত হন কয়েকজন পুলিশকর্মী।

শ্যুটআউট অ্যাট শীতলকুচি, রক্তাক্ত হলেন কয়েকজন পুলিশকর্মী

অন্যদিকে, অভিযুক্তের ডেরা থেকে স্ত্রী ও মেয়েকে গ্রেফতার করে পুলিশ। আলমা ও আলপনা আজিজুলের স্ত্রী ও মেয়ে। পাশাপাশি আজিজুল মিঞা, আলমা বিবি ও আলপনা খাতুন এবং আরেক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। আজিজুলের খোঁজে শুরু হয়েছে জোরদার তল্লাশি। শুরু হয়েছে তদন্ত

শ্যুটআউট অ্যাট শীতলকুচি, রক্তাক্ত হলেন কয়েকজন পুলিশকর্মী

শ্যুটআউট অ্যাট শীতলকুচি, রক্তাক্ত হলেন কয়েকজন পুলিশকর্মী