Train cancel: সপ্তাহান্তে ফের ভোগান্তি! টানা ১৪ ঘণ্টা এই লাইনে বন্ধ থাকবে ট্রেন চলাচল

সপ্তাহান্তে ফের ভোগান্তি, টানা ১৪ ঘণ্টা এই লাইনে বন্ধ থাকবে ট্রেন চলাচল
Sheoraphuli-Tarkeshwar line Train Block

নজরবন্দি ব্যুরো: ফের নিত্যযাত্রীদের জন্য দুঃসংবাদ! সপ্তাহান্তে আবারও ভোগান্তির শিকার হতে চলছেন যাত্রীরা! একটানা ১৪ ঘণ্টা এই লাইনে বন্ধ থাকবে ট্রেন চলাচল। জানা যাচ্ছে, শনিবার রাত সাড়ে ১০টা থেকে রবিবার দুপুর ১টা পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল।

আরও পড়ুন: Abhishek-এর কনভয়ে হামলার ঘটনায় তৎপর পুলিশ, আটক ৩ কুড়মি আন্দোলনকারী

ইতিমধ্যেই এপ্রসঙ্গে বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেল। রেল সূত্রের খবর, শেওড়াফুলি ও তারকেশ্বরের মাঝে রেললাইন সারাইয়ের কাজ চলবে। যার জেরেই ওই দুই স্টেশন শেওড়াফুলি-দিয়ারার মাঝে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। আর এই পাওয়ার ব্লকের কারণের বিঘ্নিত হবে ট্রেন চলাচল। জানা যাচ্ছে, শনিবার রাতে হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার শেষ ট্রেন ছাড়বে ৯টা ৫ মিনিটে। অন্যদিকে, রবিবার তারকেশ্বর থেকে হাওড়ায় আসার প্রথম ট্রেন ছাড়বে দুপুর ১টা ২৫ মিনিটে।

সপ্তাহান্তে ফের ভোগান্তি, নিত্যযাত্রীদের জন্য দুঃসংবাদ
সপ্তাহান্তে ফের ভোগান্তি, নিত্যযাত্রীদের জন্য দুঃসংবাদ

সূত্রের খবর, শেওড়াফুলি ও তারকেশ্বরের মাঝে রেললাইনে কাজ চলার জন্য বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। জানা যাচ্ছে, ২৭ তারিখ হাওড়া থেকে তারকেশ্বরগামী ৩টি ইএমইউ বাতিল হয়েছে। এছাড়াও গোঘাটের একটি ট্রেন বাতিল হয়েছে। ২৭এর পাশাপাশি ২৮ তারিখও হাওড়া থেকে ছাড়া ১৬টি ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও শেওড়াফুলি থেকে ২টি, তারকেশ্বরের ১৩টি, আরামবাগের তিনটি, গোঘাটের তিনটি, সিঙ্গুর ও হরিপালের ২টি ট্রেন বাতিল করা হয়েছে।

সপ্তাহান্তে ফের ভোগান্তি, নিত্যযাত্রীদের জন্য দুঃসংবাদ

তবে নিত্যযাত্রীদের ভোগান্তি কমানোর জন্যও বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা করছে রেল কর্তৃপক্ষ। রেল সূত্রের খবর, সিঙ্গুর ও তারকেশ্বরের মধ্যে একজোড়া ইএমইউ চালাবে রেল কর্তৃপক্ষ। তারকেশ্বর থেকে প্রথম ট্রেন ছাড়বে সাড়ে ৭টায়। সেটি সিঙ্গুর পৌঁছবে ১০টায়। এরপরের ট্রেনটি সকাল ১০ টায় ছেড়ে সিঙ্গুরে ঢুকবে ১০টা ৪০ মিনিটে। এদিকে সিঙ্গুর থেকে বিশেষ ইএমইউ দু’টি ছাড়বে সাড়ে ৮টা ও বেলা ১১টা। পাশাপাশি আগামী কয়েকদিন আসানসোল রুটে বিঘ্নিত হবে ট্রেন চলাচল।

সপ্তাহান্তে ফের ভোগান্তি, নিত্যযাত্রীদের জন্য দুঃসংবাদ

সপ্তাহান্তে ফের ভোগান্তি, নিত্যযাত্রীদের জন্য দুঃসংবাদ