আগামী বৃহস্পতি, শুক্র ও শনিবার শিয়ালদার বিভিন্ন শাখার একাধিক লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল, দেখুন তালিকা

আগামী বৃহস্পতি, শুক্র ও শনিবার শিয়ালদার বিভিন্ন শাখার একাধিক লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল, দেখুন তালিকা
Several trains of various branches of Sealdah have been cancelled.

নজরবন্দি ব্যুরোঃ লাইনে কাজ হবে অটোমেটিক সিগন্যালের। সেই কারণেই আগামী তিন দিন শিয়ালদার বিভিন্ন শাখার একাধিক লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। আর এই কারণেই কিন্তু দূর্ভোগে পড়বে নিত্যযাত্রীরা। ৮,৯ এবং ১০ ই মার্চ অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রবার হালদা রানাঘাট শিয়ালদা কল্যাণী শিয়ালদা নৈহাটি লোকাল বাতিল আছে।

আরও পড়ুনঃ ঢাকায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু কম পক্ষে ৭ জনের, আহত শতাধিক

এছাড়াও নৈহাটি ব্যান্ডেল শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার বাতিল করা হয়েছে।৮ মার্চ বাতিল মোট ৩টি ট্রেন – ০৩১৩৯ আপ শিয়ালদহ-রানাঘাট লোকাল ৩১১৯১ আপ ও ডাউন নৈহাটি-কল্যাণী সীমান্ত এছাড়া ০৩১৯৮ ডাউন লালগোলা-শিয়ালদহ ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হয়েছে। ট্রেনটি শিয়ালদহের বদলে চলবে রানাঘাট পর্যন্ত।

 আগামী বৃহস্পতি, শুক্র ও শনিবার শিয়ালদার বিভিন্ন শাখার একাধিক লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল, দেখুন তালিকা

৩১৩৪১ আপ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল কল্যাণী সীমান্তের বদলে চলবে নৈহাটি পর্যন্ত। অপর দিকে ডাউন বালিয়া-শিয়ালদহ, মুজাফ্ফরপুর-কলকাতা, গোরক্ষপুর-কলকাতা এক্সপ্রেস নৈহাটির বদলে ডানকুনি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ৯ মার্চ পর্যন্ত তিস্তা-তোর্সা ও গৌড় এক্সপ্রেসকে ব্যান্ডেলের দিক দিয়ে ঘোরানো হতে পারে।

 আগামী বৃহস্পতি, শুক্র ও শনিবার শিয়ালদার বিভিন্ন শাখার একাধিক লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল, দেখুন তালিকা

৯ তারিখ রাত সাড়ে ১১টা থেকে ভোর ৩টে পর্যন্ত পাওয়ার ও ট্রাফিক ব্লক থাকবে আপ ও ডাউন লাইনে। ওই দিন নৈহাটি-ব্যান্ডেল লোকাল বাতিল থাকবে। দুটি এক্সপ্রেস ট্রেনেরও রুট বদল করা হচ্ছে।

আগামী বৃহস্পতি, শুক্র ও শনিবার শিয়ালদার বিভিন্ন শাখার একাধিক লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল, দেখুন তালিকা

আগামী বৃহস্পতি, শুক্র ও শনিবার শিয়ালদার বিভিন্ন শাখার একাধিক লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল, দেখুন তালিকা

অন্য দিকে ১০ মার্চ বাতিলের তালিকায় রয়েছে ৫ টি নৈহাটি লোকাল। ৬টি কল্যাণী সীমান্ত লোকাল।৩টি কৃষ্ণনগর লোকাল।২টি শান্তিপুর লোকাল। ২টি ব্যন্ডেল লোকাল ও ১টি করে বর্ধমান ও কাটোয়া লোকাল।