Sourav Ganguly: দাদার ভূত দর্শন! সেই রাতে ঠিক কি ঘটেছিল ? নিজে মুখে জানালেন সৌরভ

দাদার ভূত দর্শন! সেই রাতে ঠিক কি ঘটেছিল ? নিজে মুখে জানালেন সৌরভ
দাদার ভূত দর্শন! সেই রাতে ঠিক কি ঘটেছিল ? নিজে মুখে জানালেন সৌরভ

নজরবন্দি ব্যুরোঃ ভূত আছে কি নেই, তা নিয়ে বিতর্ক চিরন্তন। কেউ ভূতে বিশ্বাস করেন, কেউ করেন না। কিন্তু এমনও অনেকেই আছেন, যাঁরা ভূতের অস্তিত্ব টের পান। কেউ ভূতের নাম শুনলেই ভয়ে কুঁকড়ে যান, আবার কেউ সেই পরিস্থিতিতে কিছুটা সাহসিকতার পরিচয় দেন।

আরও পড়ুনঃ বিশ্বকাপের পর উইম্বলডন, খুল্লামখুল্লা যৌনতা ও মাদক পার্টি নিয়ে কড়া বার্তা প্রশাসনের

ভূত আদৌ আছে কি না তা নিয়ে তর্ক দীর্ঘদিনে, এটি চলতেও থাকবে। তবে ভূতের ‘দেখা’ পেয়েছেন অনেকেই। এবার জি বাংলার অন্যতম শো ‘দাদাগিরি আনলিমিটেড’-এর মঞ্চে সৌরভ গাঙ্গুলী জানালেন তিনিও ভূতের অস্তিত্ব টের পেয়েছিলেন।

21 11

সৌরভ তাঁর নটিংহ‍্যামে টেস্ট ম্যাচ খেলতে যাওয়ার সময়ের একটি ঘটনার কথাবলেন। যা শুনে সকলেই চমকে যান। কি হয়েছিল সেই দিন রাতে? তখন সৌরভ ভারতীয় দলের ক্যাপ্টেন। নটিংহ‍্যামে টেস্ট ম্যাচ খেলার সময় ভারতীয় টিমের সঙ্গে সৌরভ সবেমাত্র হোটেলে চেক-ইন করেছেন। অধিনায়ক হিসেবে বড় ঘরটি পেয়েছিলেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,

দাদার ভূত দর্শন! সেই রাতে ঠিক কি ঘটেছিল ? নিজে মুখে জানালেন সৌরভ

“আমি রাতে লাইট নিভিয়ে ঘুমোই। ঘুমোনোর পর হঠাৎ করে বাথরুমে জল পড়ার শব্দ পাই। উঠে দেখি সবকটা কল খোলা। বন্ধ করে ঘুমিয়ে পড়ি। ভোর চারটে নাগাদ আবাদ বাথরুমে জল পড়ার শব্দ। এরপর তিনি রিসেপশনে ফোন করে ঘটনাটা জানাই। কিন্তু কোনও সাহায্য পাইনি। ”

23 12

রাতটা কাটলেও আসল ঘটনাটি তিনি জানতে পারেন পরের দিন সকালে। ব্রেকফাস্টের সময় তাঁর কাছে হোটেলের ম্যানেজার এসে জানান, যে ঘরে সৌরভ ছিলেন সেই ঘরে ১৪ বছর আগে হোটেলের মালিক আত্মহত্যা করেছিলেন। তারপর থেকে ঘরে আর কাউকে থাকতে দেয়নি হোটেল কর্তৃপক্ষ।

দাদার ভূত দর্শন! সেই রাতে ঠিক কি ঘটেছিল ? নিজে মুখে জানালেন সৌরভ

কিন্তু সেই সময় সৌরভকে থাকতে দেয়। এরপর ঘর বদলে দিলেও সেইদিন রাতে আর ঘুমোতে পারেননি তিনি। এরপর দলের ম্যানেজার রবিন সিং এর শরণাপন্ন হন। শেষমেষ রবিন সিংয়ের ঘরের মেঝেতে শুয়ে সেই রাতটা কাটান সৌরভ।