করোনার টিকা তো নেবেন, তার আগে কী কী নথি লাগবে জানুন।

নজরবন্দি ব্যুরোঃ করোনোর টিকা তো নেবেন, তার আগে কী কী নথি লাগবে জানুন। সম্প্রতি কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছে,আগামী কয়েকদিনের মধ্যেই দেশজুড়ে কোভিড টিকাকরণ শুরু হবে। ইতিমধ্যেই জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ছাড়পত্র পেয়েছে ভারত বায়োটেকের কোভ্যাকসিন এবং অক্সফোর্ডের কোভিশিল্ড প্রতিষেধক। কেন্দ্র সরকার জানিয়েছে, সবার আগে স্বাস্থ্যকর্মী সহ দেশের ৩ কোটি কোভিড যোদ্ধাকে টিকা দেওয়া হবে।
আরও পড়ুনঃ ফুল,মিষ্টি নিয়ে রাজভবনে মুখ্যমন্ত্রী, মীমাংসা নাকি নয়া বিতর্ক, জল্পনা তুঙ্গে।
এই তালিকার বাইরে সাধারণ মানুষ কবে থেকে এবং কীভাবে টিকা পাবেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা হয়েছে। কেন্দ্রের মোদি সরকার টিকাকরণের রেজিস্ট্রেশনের জন্যে কী নথি লাগবে, তার তালিকা প্রকাশ করেছে।
- আধার/ড্রাইভিং লাইসেন্স/ভোটার আইডি/প্যান কার্ড/পাসপোর্ট/জব কার্ড/পেনশন ডকুমেন্ট
2. হেলথ ইনস্যুরেন্স স্মার্ট কার্ড, MPs/MLAs/MLCs
3. আইডি কার্ড, ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পাসবুক কেন্দ্র, রাজ্য বা সরকারি সংস্থার তরফে জারি করা সার্ভিস আইডি কার্ড
করানোর টিকা তো নেবেন, তার আগে কী কী নথি লাগবে জানুন। উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘টিকা নেওয়ার পর স্বাস্থ্যকেন্দ্রে অন্তত আধ ঘন্টা থেকে যাওয়া জরুরি। যাতে অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গেই পরীক্ষা করে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো যায়।’