করোনাভাইরাস সংক্রমণ ঘিরে দেশে ফের উদ্বেগ বাড়ল। শুক্রবারের তুলনায় শনিবার দেশে দৈনিক সংক্রমণ ও মৃত্যু বাড়ল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে জানা যাচ্ছে, শনিবার দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ৩২৩ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিল ২ হাজার ২৫৯। একদিনে ভারতে নতুন করে কোভিডে মৃত্যু হয়েছে ২৫ জনের। গতকাল এই সংখ্য়াটা ছিল ২০।