সুযোগ পেয়েও রান করতে ব্যর্থ, বিশ্বকাপের আগে সূর্যের বদলি খোঁজা শুরু
search for Surya's replacement begins before the World Cup

নজরবন্দি ব্যুরো: পাকিস্তান ও শ্রীলঙ্কাকে সুপার ফোরের লড়াইয়ে হারিয়ে দেওয়ার পর আত্মবিশ্বাসে টগবগ করছিল টিম ইন্ডিয়া । কিন্তু দাসুন শনাকাদের বিরুদ্ধে এশিয়া কাপের মেগা ফাইনালে নামার আগে সমস্যায় অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়। কারণ গতকালের ম্যাচে চোট পেয়েছেন অক্ষর প্যাটেল।

আরও পড়ুন: ম্যাচ হেরে নিজেকেই দায়ী করলেন শুভমান, কী বললেন শতরানকারী ওপেনার?

ফাইনালে তাঁর দলে থাকা নিয়ে সন্দেহ রয়েছে। গত ম্যাচে অক্ষর ৪৭ রানে ১ উইকেট নেওয়ার পাশাপাশি চাপের মুখে ৩৪ বলে ৪২ রান করেছিলেন । অপর সমস্যা হচ্ছে সূর্য কুমারের রান না পাওয়া। তিনি বারবার সুযোগ পাচ্ছেন ঠিকই, কিন্তু নিজেকে প্রমাণ করতে পারছেন না। এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে ভারত রিজার্ভ বেঞ্চের শক্তি দেখার সিদ্ধান্ত নিয়েছিল।

Suryakumar Yadav: সুযোগ পেয়েও রান করতে ব্যর্থ, বিশ্বকাপের আগে সূর্যের বদলি খোঁজা শুরু

সেখানে ফের ব্যর্থ সূর্য। টি-টোয়েন্টিতে স্টার। কিন্তু ওডিআইতে কেন এখনও তিনি ছন্দ খুঁজে পাচ্ছেন না? তা নিয়ে আলোচনা উত্তরোত্তর বাড়ছে। সূর্যকে নিয়ে যখন আশঙ্কার কালো মেঘ জমছে বিশ্বকাপের আগে। সূত্রের খবর তাঁর বদলির খোঁজ শুরু করে দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

সুযোগ পেয়েও রান করতে ব্যর্থ, বিশ্বকাপের আগে সূর্যের বদলি খোঁজা শুরু
সুযোগ পেয়েও রান করতে ব্যর্থ, বিশ্বকাপের আগে সূর্যের বদলি খোঁজা শুরু

আর সেই কারণেই এশিয়া কাপের ফাইনালের আগে দেশ থেকে ডেকে পাঠানো হয়েছে ওয়াশিংটন সুন্দরকে। বিশ্বকাপে মিডল অর্ডারে সূর্যর প্রয়োজন হলে তিনি দলকে ভরসা দিতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে সাকিব আল হাসানের বলে সুইপ করতে গিয়ে বোল্ড হন তিনি। ৩৪ বলে ২৬ রান করেন তিনি।

সুযোগ পেয়েও রান করতে ব্যর্থ, বিশ্বকাপের আগে সূর্যের বদলি খোঁজা শুরু

Suryakumar Yadav: সুযোগ পেয়েও রান করতে ব্যর্থ, বিশ্বকাপের আগে সূর্যের বদলি খোঁজা শুরু

আর তাঁর আউট হবার ধরন দেখে অবাক হয়েছেন অনেকেই। উল্লেখ্য, সূর্যকুমার যাদব নিজে এশিয়া কাপের আগে জানিয়েছিলেন, ওডিআই ক্রিকেটে রান করা রপ্ত করার জন্য তিনি কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলির থেকে পরামর্শ নিয়েছেন। এশিয়া কাপে মাত্র ১টি ম্যাচ খেললেন। ফাইনালে সম্ভবত সুযোগ পাবেন না। বিশ্বকাপে যদি তিনি খেলার সুযোগ পান, আর তাতে সফল হতে না পারেন তা হলে হয়তো সূর্যর ওডিআই কেরিয়ারে ইতি পড়ে যেতে পারে।