স্কুল ফি সমস্যার সমাধান। রায় দিল কলকাতা হাইকোর্ট।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ স্কুল ফি সমস্যার সমাধান। রায় দিল কলকাতা হাইকোর্ট। করোনা পরিস্তিতিতে গত মার্চ মাস থেকে স্কুল বন্ধ রাখতে হয়েছে। এই বিশেষ অবস্থায় খুদেরা স্কুলে যেতে পারছেনা। কিন্তু তাতে কি? বেসরকারি স্কুলগুলি ফি নিয়ে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার এনিয়ে স্কুলগুলি্কে আবেদন জানিয়েছেন। কিন্তু তাতেও কাআজ হয়নি । শেষে হাই কোর্টের দারস্থ হযন অভিবাবকরা।

আরও পড়ুনঃ কলকাতার মৃত্যু ছুঁল ১৫০০। দেখুন রাজ্যের জেলাভিত্তিক করোনা চিত্র।

এই পরিস্তিতিতে সোমবার কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) কোন স্কুলে কত শতাংশ ফি (School Fee) ছাড় দেওয়া হবে তা স্থির করবে শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিদের দ্বারা গঠিত কমিটি বলে নির্দেশ দেয়। প্রতিটি স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের আর্থিক ও সামাজিক অবস্থানের কথা মাথায় রেখে কোর্ট জানায়,সার্বিকভাবে ফি হ্রাসের কোনও নির্দেশ সেভাবে কার্যকরী নাও হতে পারে।

এবার নতুন সিদ্ধান্ত নিল বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ। ফি-সংক্রান্ত সমস্যা মেটাতে সমস্ত বেসরকারি স্কুলগুলিকে আগেই কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল বেঞ্চ। সেখানে বলা হয়েছিল কমিটিতে স্কুলের প্রিন্সিপাল বা প্রধান শিক্ষক ছাড়াও তিনজন প্রবীণ শিক্ষক এবং তিনজন অভিভাবক প্রতিনিধি থাকবেন। এদিন আদালত জানিয়েছে, কমিটিতে অভিভাবকদের তরফে যে প্রতিনিধিরা থাকবেন তাঁদের কোনওভাবেই মনোনীত করা চলবে না।

বদলে একটি লটারির মাধ্যমে কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচন প্রক্রিয়া সারতে হবে। সেক্ষেত্রে সমস্ত ক্লাসের ছাত্রদের অভিভাবক সেই লটারিতে অংশ নিতে পারবেন। এ ছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসের নেতৃত্বাধীন দুই সদস্যর বিশেষ কমিটির কাছে স্কুলগুলিকে আয়-ব্যয় হিসাব দাখিল করতে বলেছিল আদালত। জানা গিয়েছে, বেশ কিছু স্কুল এখনও তাদের আয়-ব্যয়ের সংক্রান্ত তথ্য কমিটির কাছে জমা দেয়নি। সেইসব স্কুলগুলিকে শীঘ্রই মুখ বন্ধ খামে কমিটি ও আদালতে আয়-ব্যয়ের হিসাব জমা দেয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

পাশাপাশি শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিদের নিয়ে যে কমিটি গঠিত হবে সেখানে অভিভাবক প্রতিনিধিদের সামনে সেই হিসাব তুলে ধরতে বলেছে বেঞ্চ। কমিটি সমস্ত বিষয় খতিয়ে দেখে ও বিবেচনা করে ফি ছাড়ের হার নির্ধারণ করবে। এছাড়াও যেসব স্কুল আগেই ফি ছাড় দিয়েছে তাদের ক্ষেত্রে সেই ফি ছাড়ের অঙ্ক কতটা যুক্তিযুক্ত তা নির্ধারণ করবে শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিদের নিয়ে গঠিত কমিটি।

তবে আদালতের অনুরোধ, যেসব অভিভাবক পুরো ফি দিতে সমর্থ তাঁরা যেন পরিস্থিতির সুযোগ না নেন। এক্ষেত্রে অবশ্য আদালত আগেই জানিয়ে দিয়েছিল আগস্ট-সেপ্টেম্বরের ৮০ শতাংশ ফি আজ, মঙ্গলবার অর্থাত্‍ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সকল অভিভাবককে মিটিয়ে দিতে হবে। স্কুল গেটের সামনে কোন ধারণের বিক্ষোভ চলবে না। অন্যদিকে, কলকাতার চার্চ অফ নর্থ ইন্ডিয়া (সিএনআই) পরিচালিত স্কুলগুলিকে বেশ কিছু ক্ষেত্রে অব্যাহতি দিয়েছে ডিভিশন বেঞ্চ।

স্কুল ফি সমস্যার সমাধান। রায় দিল কলকাতা হাইকোর্ট। এই মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিএনআই পরিচালিত স্কুল। এদিন মামলার নির্দেশে বিচারপতি বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, যেসব সিএনআই পরিচালিত স্কুল শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করবে তাদের আয় ব্যয় সংক্রান্ত তথ্য আদালত নির্ধারিত বিশেষ কমিটির কাছে পেশ করতে হবে না।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
নজর কাড়লেন 'কমরেড' অধীর! সেলিমের সমর্থনে বামপন্থী বেশে প্রদেশ কংগ্রেস সভাপতি

নজর কাড়লেন ‘কমরেড’ অধীর! সেলিমের সমর্থনে বামপন্থী বেশে প্রদেশ কংগ্রেস সভাপতি

আর এদিন অধীরকে কেউ আগে থেকে না চিনলেই ধরতেই পারতেন না যে তিনি কংগ্রেস নেতা। কাস্তে-হাতুড়ি-তারার সাদা উত্তরীয় গলায় দিয়ে অধীরকে কোনও অংশেই 'কমরেড'-এর চেয়ে কম মনে হয়নি। বরং মনে হচ্ছিল তিনি যেন দীর্ঘদিন বাম আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেতা!
এই গরমে টক ডালেই মিলবে রেহাই, সারাদিন ফুরফুরে থাকবে শরীর, রইল রেসিপি

এই গরমে টক ডালেই মিলবে রেহাই, সারাদিন ফুরফুরে থাকবে শরীর, রইল রেসিপি

আমাদের দিদা ঠাকুমারা বলতেন, টক খেলে গায়ে রোদ লাগে না। কথাটা একদমই ভুল নয়। শরীর ঠাণ্ডা করতে সাহায্য করে কাঁচা আম। এতে শরীর খারাপ হওয়ার সম্ভাবনাও কম। জেনে নিন কীভাবে বানাবেন?
জুতো পালিশের পর এবার স্নান করালেন, ভোট প্রচারে সুভাষের জুড়ি মেলা ভার!

জুতো পালিশের পর এবার স্নান করালেন, ভোট প্রচারে সুভাষের জুড়ি মেলা ভার!

ভোট বড় বালাই! জনগণের আস্থা অর্জন করতে যে কখন কি করতে হয় জনপ্রতিনিধিদের তা তাঁরা নিজেও জানেন না। ঠিক সেরকমই বিরল দৃশ্য ধরা পড়ল বাঁকুড়ায়। সেখানের বিদায়ী সাংসদ সুভাষ সরকার একেবারে মগে করে জল নিয়ে রীতিমতো যত্নের সঙ্গে স্নান করিয়ে দিলেন এক ভদ্রলোককে!
রাত পোহালেই শুরু রাজ্যের ৩ কেন্দ্রে ভোটগ্রহণ, কোথায় কত কোম্পানি বাহিনী?

রাত পোহালেই শুরু রাজ্যের ৩ কেন্দ্রে ভোটগ্রহণ, কোথায় কত কোম্পানি বাহিনী?

আগামীকাল, শুক্রবার থেকে শুরু লোকসভা নির্বাচন। প্রথম দফায় উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই তিন কেন্দ্রে ভোটগ্রহণ। এবার শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্যে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। 
'ঘরছাড়া' শিল্পা-রাজ, ৬ হাজার কোটি টাকার দুর্নীতির দায়ে ১০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ED

‘ঘরছাড়া’ শিল্পা-রাজ, ৬ হাজার কোটি টাকার দুর্নীতির দায়ে ১০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ED

এবার নাম জড়াল বিটকয়েন জালিয়াতি মামলায়। এর জেরে তারকা দম্পতির একশো কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। যার মধ্যে শিল্পা ও রাজের স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে।

Lifestyle and More...