Abhishek Banerjee: অভিষেকদের আপাতত কলকাতায় জিজ্ঞাসাবাদ করুক ইডি, নির্দেশ সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ কয়লা পাচারকাণ্ডে আপাতত স্বস্তিতে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশ, আপাতত অভিষেক-রুজিরাকে কলকাতায় জিজ্ঞাসাবাদ করুক ইডি। কলকাতার বদলে কেন অভিষেককে দিল্লিতে তলব? এই প্রশ্ন তুলে প্রথমে নিম্ন আদালত এবং পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলাতেই অভিষেকদের আপাতত কলকাতায় জিজ্ঞাসাবাদ করুক ইডি। বলে জানিয়েছে আদালত।

আরও পড়ুনঃ জ্ঞানবাপী মসজিদ নিয়ে বাড়ছে বিতর্ক, মামলা গড়াল সুপ্রিম কোর্টে

অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় জিজ্ঞাসাবাদ করতে সমস্যা কোথায়? কেন বারবার দিল্লিতে তলব করা হচ্ছে? আদালতের কাছে উত্তর দিতে সময় চায় ইডি। এদিন আদালতের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বাল বলেন, কলকাতায় সমস্ত প্রশ্নের জবাব দিতে অভিষেক এবং রুজিরা প্রস্তুত। তাহলে তাঁদেরকে কেন বারবার দিল্লিতে তলব করা হছে?

TMC MP Abhishek Banerjee goes to Delhi, dares ED to prove charges against  him | Kolkata News - Times of India

পাল্টা ইডির তরফে জানানো হয়েছে, এর আগে যখন ইডি কলকাতায় জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল, তখন ইডির আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখানো হয়। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা বেশী তাই দিল্লিতে তলব করতে চান তাঁরা।

দুই পক্ষের মন্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট, নিম্ন আদালতের নির্দেশে স্থগিতাদেশ জারি করে। পরবর্তী শুনানি হবে ১৯ জুলাই। যদি কোনও বক্তব্য ইডির থাকে , তাহলে তাঁরা সুপ্রিম কোর্টের কাছে লিখিতভাবে জানাতে পারে। একইসঙ্গে আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ইডি চাইলে ২৪ ঘন্টা আগে নোটিশ দিয়ে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করতে পারে। একইসঙ্গে নিরাপত্তার বিষয়ে মুখ্যসচিব এবং কলকাতা পুলিশ কমিশনারের কাছে চিঠি দিতে পারেন তাঁরা। যদি আইনশৃঙ্খলার অবনতি হয়, সেক্ষেত্রে রাজ্য সরকার দায়ী থাকবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

কয়লা পাচারকাণ্ডে বহু কোটি টাকার লেনদেন হয়েছে। এই অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে তলব করে ইডি। কয়লা কেলেঙ্কারিতে অভিষেককে জেরা করতে চেয়ে অভিষেক ও রুজিরার কাছে নোটিস পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। দিল্লিতে ইডির সদর দফতরে তলব করা হয়।

 অভিষেকদের আপাতত কলকাতায় জিজ্ঞাসাবাদ করুক ইডি, নির্দেশ সুপ্রিম কোর্টের 

 অভিষেকদের আপাতত কলকাতায় জিজ্ঞাসাবাদ করুক ইডি, নির্দেশ সুপ্রিম কোর্টের 
 অভিষেকদের আপাতত কলকাতায় জিজ্ঞাসাবাদ করুক ইডি, নির্দেশ সুপ্রিম কোর্টের 

এর আগে একাধিকবার কয়লা পাচার কাণ্ডে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। এর আগে দুই বার দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু হাজিরা বারবার এড়িয়ে গেছেন অভিষেক স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশের পরেই তাঁকে তলব করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC

প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC

রায় ঘোষণার পরদিনই দলে দলে চাকরিচ্যুতরা ভিড় জমিয়েছেন ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে। তাঁদের সাফ প্রশ্ন, “সিবিআই-এর মতো সংস্থা যদি এতদিন ধরে তদন্ত করে যোগ্য অযোগ্য বাছতে অপারগ হয় তাহলে কি করে হবে?”
আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

উত্তরবঙ্গের একাধিক জেলায় পারদ চড়বে। নীচের তিন জেলায় মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ক্রমেই তাপমাত্রা বাড়বে। তবে উপরের জেলাগুলিতে যেমন- দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে কুমারটুলি ফুটবল কোচিং সেন্টার

নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে কুমারটুলি ফুটবল কোচিং...

কুমারটুলি ফুটবল কোচিং সেন্টারের সম্পাদক রাজীব গুহ ও তাঁর বন্ধু সঞ্জয় ঘোষ রায় যিনি ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছেন, তাঁদের উদ্দেশ্য ভালো মানের খেলোয়ার তৈরি করে ময়দানে পাঠানো ও বাংলা তথা ভারতের প্রতিনিধিত্ব করানো।
আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

তিনি এ জন্য ১০০ কোটি টাকা ঘুষও নিয়েছিলেন। সেই টাকা পঞ্জাব এবং গোয়ার বিধানসভা নির্বাচনে আপের প্রচারে খরচ করা হয়েছে। কেজরীওয়াল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ‘রাজনৈতিক স্বার্থ’ নিয়ে বিজেপি এ সব করছে।
বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

অবশেষে বাঘের চোখে জল! হ্যাঁ, তিনি আসলে বাঘমানুষ। সন্দেশখালির বেতাজ বাদশা। যাকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হয় ইডিকে। সকলকে চমকে দিয়ে নিঃশব্দে গা-ঢাকা দিয়ে থাকতে পারেন মাসের পর মাস। সেই শাহজাহান শেখ এবার প্রিজন ভ্যানে বসে স্ত্রী তসলিমা বিবির হাত ধরে কাঁদলেন!

Lifestyle and More...