কম দামে এম সিরিজের ফোন আনল স্যামসাং। জানুন দাম ও ফিচারস্

নজরবন্দি ব্যুরো: কম দামে এম সিরিজের ফোন আনল স্যামসাং। সম্প্রতি বাজারে স্মার্টফোন ব্রান্ড কোম্পানি স্যামসাং নিয়ে এসেছে এম সিরিজের নতুন ফোন স্যামসাং গ্যালাক্সি এম০২এস।মধ্যবিত্তদের মন জয় করতে ও আকর্ষন বাড়াতে মাত্র ১০হাজার টাকায় (ভারতীয় মুদ্রা) পাওয়া যাচ্ছে এই হ্যান্ডসেট টি। ৫ হাজার মিলি এম্পিয়ার ব্যাটারি এর সাথে রয়েছে। রয়েছে ১৫ওয়াট ফাস্ট চার্জিং। তিনটি ক্যামেরা সেটআপ রয়েছে স্যামসাং গ্যালাক্সি এম০২এস এ।
আরও পড়ুনঃ আদি চেহারায় ফিরছে আধুনিক বাম! পুলিশি আক্রমণের জবাবে কাল বন্ধ বাংলায়।
ইতিমধ্যে নেপালের মার্কেটগুলোতে পাওয়া যাচ্ছে হ্যান্ডসেট টি। ভারতে ৩ জিবি র্যাম + ৩২ জিবি হ্যান্ডসেট টির মূল্য চলছে ৮,৯৯৯ টাকা। ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৯,৯৯৯ টাকা। কালো নীল ও লাল রঙে পাওয়া যাবে হ্যান্ডসেট টি।
খুব শীঘ্রই আমাজন বিক্রি শুরু করবে। এই ফোনটিতে চলবে এন্ড্রোয়েড ১০ এ। ফোনে থাকছে ৬.৫ ইঞ্চি স্ক্রিন। যার রেজুলেশন ( ৭২০× ১৫৬০ পিক্সেল)। ক্যামেরায় থাকছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর।
কম দামে এম সিরিজের ফোন আনল স্যামসাং। এছাড়া,এই ফোনে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যার অ্যাপারচার এফ/২.২। ক্যামেরায় থাকছে আইএসও কন্ট্রোল, অটো ফ্লাশ, ডিজিটাল জুম।