৬-৭ হাজার টাকার রেঞ্জে, বাজারে আসতে চলেছে নতুন ফোন Samsung Galaxy A02 এবং Galaxy M02

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: দক্ষিণ কোরিয়ান স্মার্টফোন কোম্পানি Samsung শীঘ্রই তাদের দুটি এন্ট্রি লেভেল স্মার্টফোন লঞ্চ করতে চলছে। এই দুই ফোনের নাম Samsung Galaxy A02 এবং Galaxy M02। কিছুদিন আগেই এই দুই ফোনকে SM-A025F এবং SM-M025F মডেল নম্বর সহ NEMKO ওয়েবসাইটে দেখা গিয়েছিল। এবার ফোন দুটি Bluetooth SIG সার্টিফিকেশন পেল।

আরও পড়ুনঃ মুন্নাভাই হার মানালেন ক্যান্সারকে, ছেলের জন্মদিনে সুখবর দিলেন অনুরাগীদের।

যা থেকে স্পষ্ট স্যামসাং গ্যালাক্সি এ০২ এবং গ্যালাক্সি এম০২ খুব শীঘ্রই লঞ্চ হবে।যদিও সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে ফোন দুটির কোনো স্পেসিফিকেশন জানা যায়নি। তবে কিছুদিন আগে Samsung Galaxy A02 কে বেঞ্চমার্ক সাইট, Geekbench এ দেখা গিয়েছিল। যেখানেও মডেল নম্বর ছিল SM-A025F। এই ফোনে অক্টা কোর কোয়ালকম প্রসেসর থাকবে বলে জানা গিয়েছিল।

আবার এই ফোনটি ২ জিবি র‌্যামের সাথে গিকবেঞ্চে অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের সাথে আসবে। বেঞ্চমার্ক সাইটে ফোনটি সিঙ্গেল কোর টেস্টে ৭৫৭ পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে ৩,৯০৪ পয়েন্ট পেয়েছিল।আশা করা যায় স্যামসাং গ্যালাক্সি এ০২ ফোনটি অ্যান্ড্রয়েড গো প্ল্যাটফর্মের সাথে আসবে। এতে ৬ ইঞ্চির কম ডিসপ্লে দেওয়া হতে পারে।

আবার ফোনটি কোয়ালকম প্রসেসরের সাথে লঞ্চ হবে। যেটি স্ন্যাপড্রাগন ৪৫০ হতে পারে। সাথে থাকবে ২ জিবি র‌্যাম। স্টোরেজ বিকল্প হিসাবে থাকতে পারে ১৬/৩২ জিবি মেমরি। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড ওয়ান ইউআই ইন্টারফেসে চলবে। এতে ডেডিকেটেড মেমোরি স্লট থাকতে পারে। এই ফোনটি ৬-৭ হাজার টাকার রেঞ্জে আসতে পারে।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সাগরে ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, তাপপ্রবাহের মাঝে কোন কোন জেলায় স্বস্তি?

সাগরে ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, তাপপ্রবাহের মাঝে কোন কোন জেলায় স্বস্তি?

উত্তরবঙ্গের (North Bengal) উপরের কয়েকটি জেলায় যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িটে হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের নীচের তিন জেলায় মালদহ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
আলাদা প্রশাসনের দাবিতে ভোট বয়কট, শেষমেশ নাগাল্যান্ডে ভোটের হার কত?

আলাদা প্রশাসনের দাবিতে ভোট বয়কট, শেষমেশ নাগাল্যান্ডে ভোটের হার কত?

আজ ১৯ এপ্রিল। শুরু হয়ে গেল লোকসভা নির্বাচন। একদিকে যখন বাংলায় ভোটদানের হার সাংঘাতিক রকম ভালো সেখানে নাগাল্যান্ডের ৬ জেলায় প্রায় শূন্য শতাংশ ভোট পড়ল।
বদলে গেল ডিডি নিউজের লোগো, গেরুয়ার ছোঁয়া এবার সরকারি খবরের চ্যানেলে

বদলে গেল ডিডি নিউজের লোগো, গেরুয়ার ছোঁয়া এবার সরকারি খবরের চ্যানেলে

তিনি জানিয়েছেন, 'রংটা কমলা। ছয় সাতমাস আগে আমরা ডিডি ইন্ডিয়ার লোগোও একই রঙের করেছি জি ২০ এর আগে। তাই সেটার সঙ্গে মিল রাখতেই এটাকে পাল্টানো হল যাতে একই রকম লাগে দেখতে।'
দুপুর ৩ টে পর্যন্ত বাংলায় ভোট পড়ল ৬৬ শতাংশ, এগিয়ে কোন কেন্দ্র?

দুপুর ৩ টে পর্যন্ত বাংলায় ভোট পড়ল ৬৬ শতাংশ, এগিয়ে কোন কেন্দ্র?

পশ্চিমবঙ্গের তিন আসনে প্রথম দফায় ভোট চলছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি- উত্তরবঙ্গের এই তিন কেন্দ্রে নির্বাচন শুরু হয়েছে। দুপুর ৩ টে পর্যন্ত বাংলায় মোট ভোট পড়েছে ৬৬.৩৪ শতাংশ।
ভোট বয়কটের সিদ্ধান্তে অবিচল নাগাল্যান্ডের ছয় জেলার মানুষ, ভোটের হার প্রায় শূন্য

ভোট বয়কটের সিদ্ধান্তে অবিচল নাগাল্যান্ডের ছয় জেলার মানুষ, ভোটের হার প্রায় শূন্য

সেই ক্ষোভেই বৃহস্পতিবার গোটা এলাকায় সম্পূর্ণ শাট ডাউনের দাবি তোলে ওই ENPO। তাদের ডাকে সাড়া দিয়েছে ওই এলাকার আমনাগরিক। ভোটের দিন গোটা পূর্ব নাগাল্যান্ডে কার্যত বনধের ছবি। ভোটকেন্দ্রে যাচ্ছেন না ভোটাররা। তাই এখন পর্যন্ত ভোটদান শূন্য।

Lifestyle and More...