BJP-র পুজো নিয়ে সব্যসাচীর মন্তব্যে দলবদলের জল্পনা! কি বললেন তিনি?

BJP-র পুজো নিয়ে সব্যসাচীর মন্তব্যে দলবদলের জল্পনা! কি বললেন তিনি?

নজরবন্দি ব্যুরোঃ নির্বাচনী ভরাডুবি হয়েছে। দলের উচ্ছ্বাস-উন্মাদনা বিষাদের রূপ ধারণ করেছে। এই পরিস্থিতিতে দলের দুর্গাপুজোর আয়োজনের আগ্রহেও বিজেপিতে ভাটার টান। বাকি আর মাত্র পাঁচ দিন। কিন্তু ইজেডসিসি-তে আদৌ গেরুয়া উদ্যোগে পুজো হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। আর এই পুজো নিয়ে আজ সকালে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন,

আরও পড়ুনঃ আজ উত্তরপ্রদেশের লখিমপুর যাচ্ছেন রাহুল

“পুজো করাতে কোনও আপত্তি নেই। কিন্তু তা ভোট দেখে করা উচিত নয়। বিধি মেনেই পুজোর আয়োজন হওয়া প্রয়োজন। যারা পুজো করেছিলেন তাদের চিন্তাভাবনা করা উচিত। পুজো করতে আপত্তি নেই। কয়েকজন মিলে পুজো করতেই পারেন। যেহেতু এবার বড় বড় পুজো হচ্ছে না একটা হলের মধ্যে পুজো হলে ভালই হবে। লোকজন দেখতে পাবেন”।

BJP-র পুজো নিয়ে সব্যসাচীর মন্তব্যে দলবদলের জল্পনা!

প্রসঙ্গত গত বছরই EZCC-তে যে পুজো হয়েছিল তার মূল উদ্যোক্তা ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, তত্কালীন সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় (Mukul Roy) এবং সব্যসাচী দত্ত (Sabyasachi Dutt)। আর এবার এই পুজো নিয়ে সব্যসাচী বাবুর মন্তব্য নতুন জল্পনার সঞ্চার করল। পুজো নিয়ে বলতে গিয়ে এই BJP নেতা বলেন, ‘গতবার ভোট ছিল তাই পুজো হয়েছে, এবার ভোট নেই তাই পুজো নেই’।

BJP-র পুজো নিয়ে সব্যসাচীর মন্তব্যে দলবদলের জল্পনা!

BJP-র পুজো নিয়ে সব্যসাচীর মন্তব্যে দলবদলের জল্পনা! কি বললেন তিনি?

এই মন্তব্যের পরেই দলের অন্দরে শুরু হয়েছে জল্পনা। তবে কি ফের তৃণমূলে যাচ্ছেন এই নেতা? কারণ ভোটের পড় থেকেই আর সেভাবে বিজেপির কোন কর্মসূচীতে সে ভাবে দেখা যায়না সব্যসাচী দত্ত কে। এই মুহূর্তে তৃণমূলের ওয়েটিং লিস্টে রয়েছেন রাজীব ব্যানার্জি, প্রবীর ঘোষালের মতো নেতারা। আর এবার কি তাহলে আরও এক নতুন নাম যোগ হল?

BJP-র পুজো নিয়ে সব্যসাচীর মন্তব্যে দলবদলের জল্পনা! কি বললেন তিনি?
BJP-র পুজো নিয়ে সব্যসাচীর মন্তব্যে দলবদলের জল্পনা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here