বিশ্বকাপের আগে জোর ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা, চোটের জন্য বাদ দুই পেসার
South African pacers ruled out due to injury before the World Cup

নজরবন্দি ব্যুরো: বিশ্বকাপের আগে জোর ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। ভারতের মাটিতে আয়োজিত মেগা টুর্নামেন্টে খেলতে পারবেন না দলের দুই তারকা পেসার। অনরিক নোখিয়া ও সিসান্দা মাগালা। চোটের জন্য দুজনই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে নরকিয়া ও মাগালার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মহাযুদ্ধের জার্সিতে তেরাঙ্গা, প্রকাশিত হল রোহিত বাহিনীর অফিসিয়াল অ্যান্থেম

এও জানানো হয়েছে যে, দুই তারকার পরিবর্তে বিশ্বকাপ স্কোয়াডে ঢুকিয়ে দেওয়া হয়েছে অ্যান্ডিল ফেলুকওয়াও ও লিজাড উইলিয়ামসকে। বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছিলেন নরকিয়া ও মাগালা। তবে পুরোপুরি ফিট নন দুই পেসার। বিশ্বকাপের আগে সম্পূর্ণ ম্যাচ ফিট হওয়ার সম্ভাবনা না থাকায় বিশ্বকাপের স্কোয়াড থাকে বাদ পড়তে হয় নরকিয়াদের।

World Cup23: বিশ্বকাপের আগে জোর ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা, চোটের জন্য বাদ দুই পেসার

নোখিয়ার স্ট্রেস ফ্র্যাকচার হয়েছে। অন্যদিকে মাগালার বাঁ পায়ের হাঁটুতে চোট। চলতি মাসের শুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্য়াচের সময় তিনি পিঠের পেশিতে টান অনুভব করেন। এরপর তিনি আর ম্যাচ খেলেননি। পরীক্ষা করে দেখা যায় তাঁর পিঠের চোট গুরুতর। এবং তিনি বিশ্বকাপে খেলতে পারবেন না।

World Cup23: বিশ্বকাপের আগে জোর ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা, চোটের জন্য বাদ দুই পেসার

এরপর একই সিরিজে তৃতীয় ম্যাচে চোট পান সিসান্দা মাগালা। তিনি বাম পায়ের হাঁটুতে চোট পান। দক্ষিণ আফ্রিকার কোচ রব ওয়াল্টার বলেন, ‘অনরিখ ও সিসান্দাকে বিশ্বকাপে না পাওয়া খুব হতাশাজনক। ওদের ছিটকে যাওয়ায় আমরা হতাশ।

বিশ্বকাপের আগে জোর ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা, চোটের জন্য বাদ দুই পেসার

World Cup23: বিশ্বকাপের আগে জোর ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা, চোটের জন্য বাদ দুই পেসার

আমরা ওদের সমস্ত সুবিধা দেব যাতে ওরা দ্রুত প্রতিযোগিতামূলক খেলায় ফিরতে পারেন। ওদের চোটের ফলে অ্যান্ডিল ও লিজাড আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণের সুযোগ পেল। দুই প্লেয়ারই আমাদের পরিকল্পনায় ছিল। ওরা দেশকে প্রতিনিধিত্ব করেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।’