RRR 2: বক্সঅফিসে আসতে চলেছে আরআরআর ২, জানালেন এসএস রাজামৌলি

বক্সঅফিসে আসতে চলেছে আরআরআর ২, জানালেন এসএস রাজামৌলিবক্সঅফিসে আসতে চলেছে আরআরআর ২, জানালেন এসএস রাজামৌলি
RRR 2 release on box office, says SS Rajamouli.

নজরবন্দি ব্যুরো: এসএস রাজামৌলি পরিচালিত ছবি ‘আরআরআর’ বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছেন। সুপারহিট এই ছবি ঘিরে দর্শকদের মধ্যে এক আলাদা রকমের উত্তেজনা ছিল। রামচরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ছবির সিক্যুয়ালের অপেক্ষায় ছিলেন সিনেপ্রেমীরা। এবার জানানো হলো ছবিটির পার্ট ২ আসছে।

আরও পড়ুন: ভাঙছে সৃজিত-মিথিলার ঘর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে জল্পনা

শিকাগোয় একটি সাম্প্রতিক এক অনুষ্ঠানে যোগ দিয়ে পরিচালক রাজামৌলি জানিয়েছেন, বাবা বিজয়েন্দ্র প্রসাদের আপাতত ‘RRR’-এর সিক্যুয়াল চিত্রনাট্যের উপর কাজ করছেন। পরিচালক আরও যোগ করেছেন, বাবাই তার জন্য সব চিত্রনাট্যের লিখছেন। এবার তিনি ‘আরআরআর ২’-এর উপর কাজ করছেন। গল্প নিয়ে প্রাথমিক স্তরে আলোচনা হয়েছে, সিক্যুয়াল তৈরি করার পরিকল্পনা রয়েছে।

বক্সঅফিসে আসতে চলেছে আরআরআর ২, জানালেন এসএস রাজামৌলি
বক্সঅফিসে আসতে চলেছে আরআরআর ২, জানালেন এসএস রাজামৌলি

এরআগে ‘আরআরআর‘ সারা বিশ্বের বক্স অফিসের নিরিখে ১০০০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে। দক্ষিণের দুই স্বাধীনতা সংগ্রামী কোমারাম ভীম এবং আল্লুরি সীতারাম রাজুর লড়াইয়ের কাহিনিকে নাটকীয়ভাবে সিনেমার পর্দায় ফুটিয়ে তুলেছিলেন রাজামৌলী। ছবি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় ৪০০ কোটি টাকা। ভীমের চরিত্রে অভিনয় করেছিলেন জুনিয়র এনটিআর। রাজুর চরিত্রে দেখা মিলেছে রামচরণকে।

বক্সঅফিসে আসতে চলেছে আরআরআর ২, জানালেন এসএস রাজামৌলি

rrr 2এই ছবিতে বিশেষ চরিত্রে দেখা গিয়েছে আলিয়া ভাটকে। তিনি রামচরণের স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করেন। রামচরণের বাবার চরিত্রে অভিনয় করেন অজয় দেবগণ। তবে এবার ‘আরআরআর ২’ তে কারা অভিনয় করবেন তা এখন পর্যন্ত জানা যায়নি। কিন্তু তবে ‘আরআরআর ২’ তৈরির কাজ শুরু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা।