CR7: রোনাল্ডো ফের খেলবেন ইউরোপে! আল নাসের কোচ গার্সিয়ার মন্তব্যে জল্পনা তুঙ্গে

রোনাল্ডো ফের খেলবেন ইউরোপে! আল নাসের কোচ গার্সিয়ার মন্তব্যে জল্পনা তুঙ্গে
Ronaldo will play again in Europe!

নজরবন্দি ব্যুরোঃ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে থাকাকালীন দলের ম্যানেজমেন্টের সমালোচনা করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একই সঙ্গে কোচের সঙ্গেও সম্পর্ক খারাপ হয়। তার ফলে বিশ্বকাপ চলাকালীন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়েন সিআর সেভেন। রেকর্ড অর্থে এশিয়ার সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দেন তিনি।

আরও পড়ুনঃ ৫০০ কোটিতে পাঠান, মানুষের ভালোবাসায় ফের অভিনয়ে ফিরছেন বাদশা, জানালেন নিজের মুখেই

রোনাল্ডো ফের খেলবেন ইউরোপে! আল নাসের কোচ গার্সিয়ার মন্তব্যে জল্পনা তুঙ্গে
রোনাল্ডো ফের খেলবেন ইউরোপে! আল নাসের কোচ গার্সিয়ার মন্তব্যে জল্পনা তুঙ্গে

যোগ দেওয়ার পর তিনি বলেন, ‘ইউরোপে আমার কাজ শেষ হয়েছে। আমি যা চেয়েছি সব কিছু পেয়েছি।’ তখন প্রত্যেকে মনে করেছিলেন, ইউরোপ ছেড়ে এশিয়ার ফুটবলে মনোনিবেশ করেছেন তিনি। কিন্তু নামটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিতর্ক আর তিনি যেন সমার্থক। তাঁর নতুন কোচ রুডি গার্সিয়া মন্তব্যে ফের বিতর্ক ছড়িয়েছে। তিনি বলেছেন,

রোনাল্ডো ফের খেলবেন ইউরোপে! আল নাসের কোচ গার্সিয়ার মন্তব্যে জল্পনা তুঙ্গে

‘রোনান্ডো তাঁর কেরিয়ার এশিয়াতে শেষ করবে না।’ এক সাক্ষাৎকারে গার্সিয়া বলেন, ‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আমাদের দলে পজিটিভ সংযোজন। ডিফেন্ডারদের ছত্রভঙ্গ করতে ও সাহায্য় করে। ও বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তবে ও আল-নাসেরে কেরিয়ার শেষ করবে না। রোনাল্ডো ফিরছে ইউরোপে!’

রোনাল্ডো ফের খেলবেন ইউরোপে! আল নাসের কোচ গার্সিয়ার মন্তব্যে জল্পনা তুঙ্গে

রোনাল্ডো ফের খেলবেন ইউরোপে! আল নাসের কোচ গার্সিয়ার মন্তব্যে জল্পনা তুঙ্গে

কোচের এই মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছেন জোর জল্পনা। মনেকরা হচ্ছে সিআর৭ এর সাথে নতুন দলের কোচের বনিবনা হচ্ছেনা। তাই এবার হয়তো ট্রান্সফার নিয়ে ফের ইউরোপের কোন ক্লাবে দখা যাবে এই তারকা ফুটবলারকে।