নজরবন্দি ব্যুরোঃ সেমিফাইনালের আগে আচমকা চোট পেয়ে বসলেন অধিনায়ক রোহিত শর্মা। থ্রো ডাউনের সময় এডিলেডে চোট পান রোহিত। মঙ্গলবার রোহিতকে থ্রো ডাউন দিচ্ছিলেন এস রঘু। থ্রো ডাউনের সময়ই রোহিতের ডান হাতে বল লাগে।
আরও পড়ুনঃ সেমি ফাইনালে দলে কে? পন্থ না কার্ত্তিক, মুখ খুললেন কোচ দ্রাবিড়
পুল মারতে গিয়ে ফস্কেছিলেন তিনি। এরপরই রোহিত অনুশীলন ছেড়ে বেরিয়ে যান। এর পর ফিজিও তাঁর ট্রিটমেন্ট শুরু করেন। কিছুক্ষণ পর অবশ্য ভারতীয় অধিনায়ক ফের নেট সেশন শুরু করেন। উল্লেখ্য চলতি বিশ্বকাপে সেইভাবে জ্বলে উঠতে দেখা যায়নি অধিনায়ক রোহিতকে।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫৩ রানের ইনিংস সহ বিশ্বকাপে তাঁর মোট রান মাত্র ৮৯। প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি পাঁচ ম্যাচে ২৪৬ রান করে টুর্নামেন্টে ভারতের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক।
পাশাপাশি সূর্যকুমার যাদব ১৯৩.৯৬ স্ট্রাইক-রেটে ২২৫ রান করেছেন। অপর দিকে রোহিতের টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ‘মাইন্ড গেম’ শুরু করে দিলেন জস বাটলার। সংবাদমাধ্যমকে বাটলার বলেন,

‘ভারত অসাধারণ দল। সেই দলের অধিনায়ক হিসেবে দারুণ কাজ করছে রোহিত। কারণ ও সবসময় ইতিবাচক চিন্তা নিয়ে মাঠে নামে। এবং সতীর্থদের পুরো স্বাধীনতা দেয়। আইপিএল কেরিয়ারের শুরুর দিকে রোহিতের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্সে খেলেছি।
নেটে আচমকা চোট রোহিতের! মাইন্ড গেম শুরু ইংলান্ডের
সেখানে দুই মরসুম খেলার সুবাদে ওকে খুব কাছ থেকে দেখেছিলাম। রোহিত কৌশলগত ভাবে চমকে দেওয়া সিদ্ধান্ত নেয়। শুধু তাই নয়, চাপের মুখেও ওকে শান্ত থাকতে দেখেছি। একজন দক্ষ অধিনায়কের এটা সবচেয়ে বড় পরিচয়।’