কাল শুরু ম্যাচ, তার আগেই অজি সাংবাদিকদের এক হাত নিলেন রোহিত
Rohit took one hand of Australian journalists

নজরবন্দি ব্যুরোঃ বর্ডার গাভাসকর ট্রফির বল বাইশ গজে এখনও পড়েনি। এর আগেই প্রচারের কেন্দ্রে নাগপুরের ভিসিএ স্টেডিয়ামের ? ঘূর্ণি পিচ। অস্ট্রেলিয়া তো শুরু থেকেই এই পিচ নিয়ে নেতিবাচক মন্তব্য করে আসছে, এখন শোনা যাচ্ছে টিম ইন্ডিয়াও নাকি এই পিচ নিয়ে একেবারেই খুশি নয়।

আরও পড়ুনঃ রনজির সেমিফাইনালে অনুষ্টুপ-সুদীপের শতরান, দিনের শেষে ভাল জায়গায়া বাংলা

অধিনায়ক রোহিত শর্মা ও হেড কোচ রাহুল দ্রাবিড় নাকি বিরক্তি প্রকাশ করেছেন। তবে অস্ট্রেলিয়া মনে করছে পিচ ভারতের মনের মতই হবে। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে রোহিত শর্মাকে প্রশ্ন করা হয়। যা ফুৎকারে উড়িয়ে দেন ভারতের অধিনায়ক।

কাল শুরু ম্যাচ, তার আগেই অজি সাংবাদিকদের এক হাত নিলেন রোহিত

রোহিত বলেন, ‘ক্রিকেটে ফোকাস করুন, পিচে নয়। মাঠে যে ২২ জন থাকবে তাঁরা সবাই কোয়ালিটি ক্রিকেটার।’ পিচ নিয়ে কথা বলতে গিয়ে রোহিত মেনে নেন উইকেটে স্পিন থাকবে। তাই স্ট্রাইক রোটেট করায় গুরুত্ব দেন। রোহিত বলেন, ‘পরিকল্পনা করে এগোনো উচিত।

কাল শুরু ম্যাচ, তার আগেই অজি সাংবাদিকদের এক হাত নিলেন রোহিত
কাল শুরু ম্যাচ, তার আগেই অজি সাংবাদিকদের এক হাত নিলেন রোহিত

সবার নিজস্ব পদ্ধতি আছে। কেউ সুইপ করতে পছন্দ করে, কেউ রিভার্স সুইপ। কেউ মারমুখী হতে পছন্দ করে। তাই স্ট্রাইক রোটেট করতে হবে। মাঝেমধ্যে কাউন্টারঅ্যাটাক করতে হবে। অবশ্যই অধিনায়করা ফিল্ড পজিশন পরিবর্তন করবে, বোলার বদলাবে। তাই প্ল্যান করে খেলতে হবে।’

কাল শুরু ম্যাচ, তার আগেই অজি সাংবাদিকদের এক হাত নিলেন রোহিত

কাল শুরু ম্যাচ, তার আগেই অজি সাংবাদিকদের এক হাত নিলেন রোহিত

রোহিত আরও বলেন, ‘আমাদের চারটে টেস্ট খেলতে হবে এবং আমরা সিরিজ জেতার লক্ষ্য নিয়েই নামব। সিরিজ যথেষ্ট চ্যালেঞ্জিং হবে। আমাদের তৈরি থাকতে হবে। প্রস্তুতিই চাবিকাঠি। সেটা ভাল হলে রেজাল্ট আসবেই।’ কাল নাগপুরে শুরু ভারত-অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট।