নজরবন্দি ব্যুরোঃ চলতি ভারত-ওয়েস্ট ইন্ডিজ পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের বাকি আর দুই ম্যাচ। তবে নিকোলাস পুরানদের দেশে নয়, খেলা হবে মার্কিন মুলুকে। আগামী শনি-রবি চতুর্থ ও পঞ্চম টি-২০ রয়েছে ফ্লোরিডায়।
আরও পড়ুনঃ স্বাধীনতা দিবসে লালকেল্লায় এক সাথে হামলার ছক লস্কক ও জৈইশের! IB রিপোর্টে জারি সতর্কতা
সিটি অফ লওডারহিলের সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে নামতে আর কোনও সমস্যা রইল না রোহিত শর্মা ও পুরানদের। দিন দুয়েক আগেই জানা যাচ্ছিল যে, সম্ভবত আমেরিকায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ভেস্তে যেতে পারে ভিসা জটিলতায়।
ভারতের সব ক্রিকেটারই ভিসা পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজ দল ইতিমধ্যেই ফ্লোরিডা পৌঁছে গিয়েছে। ভারতের বেশ কয়েকজন ক্রিকেটারও মায়ামি পৌঁছে গিয়েছে। এই তালিকায় আছেন সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, দীনেশ কার্তিকরা।
মিটল ভিসা সমস্যা, ফিট রোহিত সহ মার্কিন মুলুকে পৌঁছে যাবেন সবাই
কিন্তু পাসপোর্ট দেরীতে পাওয়ায় বৃহস্পতিবার রাতের আগে ফ্লোরিডায় পৌঁছনো সম্ভব হবে না রোহিতদের। ভারত অধিনায়কের পিঠের ব্যথা এখন অনেকটাই কম। আমেরিকায় পৌঁছে অনুশীলনে নামার কথা রোহিতের।