নজরবন্দি ব্যুরোঃ কোনও অঘটন নয়। নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রত্যাশিত ছন্দেই দেখা গেল টিম ইন্ডিয়াকে। গ্রুপের তথাকথিত সবচেয়ে দুর্বল দলের বিরুদ্ধে হাসতে-হাসতেই জিতলেন রোহিতরা। ৫৬ রানের ব্যবধানে জয় পাওয়ায় লিগ টেবিলের শীর্ষস্থানও দখলে চলে এল ভারতীয় ক্রিকেট দলের।
আরও পড়ুনঃ ‘গিলগিট ও বাল্টিস্তানও শিগগিরি পুনর্দখল করবে ভারত’, পাকিস্তান কে পরিষ্কার বার্তা রাজনাথের
রোহিত শর্মা, বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের অর্ধশতরান। একমাত্র রাহুল ছাড়া সবাই সফল। ভারতের টপ তিন ব্যাটারের কাঁধে ভর করে রানের পাহাড়ে ভারত। ২০ ওভারের শেষে ২ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার রান ১৭৯।

বিরাটের মত বেশ কিছুদিন ধরে রান পাচ্ছিলেন না অধিনায়ক রোহিত। কিন্তু আজ পেলেন আর সুধু পেলেন না, করলেন এক নতুন রেকর্ড। শুরুতে একেবারেই ছন্দে ছিলেন না ভারত অধিনায়ক। কিন্তু ভাগ্য সঙ্গ দেয়। আর তার সুযোগ নিয়ে তিনি ভেঙে ফেললেন যুবরাজ এর রেকর্ড।
হিটম্যান এবার যুবরাজ সিংকে টপকে টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর নজির গড়লেন । তাঁর মোট ছয় ২৪টি। ৩৫ বলে অর্ধশতরানে পৌঁছে যান রোহিত। টি-২০ ক্রিকেটে এই নিয়ে ২৯তম ৫০ রান। ৩৯ বলে ৫৩ রান করে আউট হন রোহিত।
রান পেতেই নতুন রেকর্ড গড়লেন হিটম্যান, টপকে গেলেন যুবরাজকে
তাতে রয়েছে ৩টি ছয়, ৪টি চার। নির্ধারিত ওভারের শেষে ২ উইকেট হারিয়ে ১৭৯ রানে শেষ করে ভারত। ৪৪ বলে ৬২ রানে অপরাজিত বিরাট। মাত্র ২৫ বলে ৫১ রান সূর্যকুমারের।