Rohit Sharma: করোনায় আক্রান্ত রোহিত, চিন্তা বাড়ছে অন্যদের নিয়েও

করোনায় আক্রান্ত রোহিত, চিন্তা বাড়ছে অন্যদের নিয়েও
করোনায় আক্রান্ত রোহিত, চিন্তা বাড়ছে অন্যদের নিয়েও

নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় ক্রিকেট দলে কোভিডের হানা। করোনায় আক্রান্ত রোহিত শর্মা। জানা গিয়েছে, শনিবার তাঁর কোভিড টেস্ট করা হয় এবং রিপোর্ট পজিটিভ এসেছে। BCCI-এর পক্ষ থেকে একটি টুইট করে তা জানানো হয়েছে।

আরও পড়ুনঃ ‘বিচারের নামে অনাচার মানব না, ক্ষমতা থাকলে আমাকে জেলে পাঠাক!’ হুঙ্কার অরুণাভর

BCCI টুইটে লিখেছে, “আপাতত টিম হোটেলেই আইসোলেশনে রয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। চিন্তা রয়েছে অন্যান্যদের নিয়েও। বিসিসিআইয়ের (BCCI) তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, লেস্টারশায়ারের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ চলাকালীন ভারতীয় দলের RAT টেস্ট বা Rapid Antigen Test-এ রোহিতের করোনা ধরা পড়েছে।

করোনায় আক্রান্ত রোহিত, চিন্তা বাড়ছে অন্যদের নিয়েও

আপাতত তিনি আইসোলেশনে আছেন। এই মুহূর্তে লেস্টারশায়ারের বিরুদ্ধে ভারত যে প্রস্তুতি ম্যাচ চলছে তাতে শনিবার মাঠে নামেননি রোহিত। কিন্তু শুক্রবার তিনি নেমেছিলেন। সেটাই চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টকে। শুক্রবার পর্যন্ত সতীর্থদের সঙ্গে স্বাভাবিকভাবেই মিশেছেন তিনি।

1 25

করোনায় আক্রান্ত রোহিত, চিন্তা বাড়ছে অন্যদের নিয়েও

3 25

ফলে অন্যদের মধ্যেও এই সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ১ জুলাই এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট শুরু হবে। তার আগে রোহিত সুস্থ হতে পারবেন কি না, সেটাই এখন প্রশ্ন।