মোহনবাগানের নাম থেকে সরছে এটিকে! খুশি সমর্থকরা
Removing ATK from the name of Mohun Bagan! Happy supporters

নজরবন্দি ব্যুরো: অবশেষে এবার মনে হয় মোহনবাগান সমর্থকদের ক্ষোভ ও দুঃখ শুনতে পেল এটিকে মোহনবাগান কর্মকর্তারা। তাই সমর্থকদের দীর্ঘদিনের স্বপ্ন, প্রত্যাশা অবশেষে পূরণ করতে চলেছেন মোহনবাগান ক্লাবের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। দীর্ঘদিন ধরে চলতে থাকা ‘রিমুভ এটিকে’ আন্দোলন এবার সফল হওয়ার পথে। এমনটাই মনে করছেন ক্লাবের সদস্য-সমর্থকরা।

আরও পড়ুন: ফেডারেশনের নির্বাচনে নয়া মোড়, সভাপতি পদে মনোনয়ন বাইচুংয়ের

বৃহস্পতিবার মোহনবাগানের কার্যকরী কমিটির বৈঠকের পর সচিব দেবাশিস দত্ত জানান, এটিকে সরানো নিয়ে ইতিপূর্বে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে যে আবেদন করা হয়েছিল, সেই বিষয়টিকে ত্বরান্বিত করার জন্য আবারও কার্যসমিতি থেকে আবেদন করা হবে। এবং এই বিষয়ে চিঠি পাঠানো হবে সঞ্জীব গোয়েঙ্কাকে।

মোহনবাগানের নাম থেকে সরছে এটিকে! খুশি সমর্থকরা
মোহনবাগানের নাম থেকে সরছে এটিকে! খুশি সমর্থকরা

শোনা যাচ্ছে, ‘এটিকে মোহনবাগান’ বদলে গিয়ে নাম হতে পারে, ‘মোহনবাগান সুপার জায়ান্টস।’ আর তা নাহলে ‘এসজি মোহনবাগান’ অথবা ‘মোহনবাগান এসজি।’ তবে ঘনিষ্ঠমহলে সঞ্জীব গোয়েঙ্কা যা জানিয়েছেন, তাতে সবুজ-মেরুন ক্লাবের নতুন নাম হতে পারে মোহনবাগান সুপার জায়ান্টস।

মোহনবাগানের নাম থেকে সরছে এটিকে! খুশি সমর্থকরা

মোহনবাগানের নাম থেকে সরছে এটিকে! খুশি সমর্থকরা

সম্প্রতি, মোহনবাগানের নতুন সহসভাপতি হয়েছেন কুণাল ঘোষ। তবে, তিনিও সমর্থকদের মত মোহনবাগান নামের আগে থেকে ATK সরানোর দাবি তুলেছিলেন। তিনি বলেন, “এটিকে সরানোর প্রক্রিয়াটা পুজোর আগে করে ফেললেই ভাল। তাতে খুশি হবেন সমর্থকরা।”