নজরবান্দি ব্যুরো: ভারতীয় বাজারে একের পর এক স্মার্টফোন এনে চলেছে Realme। বাজারে কম দামের স্মার্টফোনের জন্য বিরাট জনপ্রিয়তা লাভ করেছে কোম্পানিটি। ইতিমধ্যেই Realme ভারতীয় বাজারে লঞ্চ করেছে Realme Narzo N53। Narzo-এর N সিরিজের এই স্মার্টফেনটির জন্য বহু দিন ধরে অপেক্ষায় ছিলেন অনেকেই।
আরও পড়ুন: জরুরী চ্যাট লক করে রাখুন, নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ
লঞ্চের তারিখ অনেক আগেই ঘোষণা করেছিল কোম্পানিটি। আর সেই মতোই N সিরিজের তালিকায় এই নতুন বাজেট স্মার্টফোনটি যুক্ত হল।এই নয়া হ্যান্ডসেটের বিশেষত্ব হল, এটি গোল্ড ফিলামেন্ট কোটিং সহ এসেছে, যা সংস্থার ভাষায় ক্যালিফোর্নিয়া সানশাইন ডিজাইন হিসাবে পরিচিত।
এছাড়া Realme Narzo N53 ফোনে রয়েছে FHD+ ডিসপ্লে প্যানেল, ইউনিসক টি৬১২ প্রসেসর, ১২৮ জিবি স্টোরেজ, ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট ছারাও সামনে একটি 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। 6.74 ইঞ্চির স্ক্রিন সাইজের ডিসপ্লে 90 Hz এর রিফ্রেশ রেট সাপোর্ট করে।
এই লেটেস্ট বাজেট ফোনের 4 GB/64 GB ভ্যারিয়েন্টের দাম ৮,৯৯৯ টাকা। 6 জিবি ও 128 জিবি ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। অর্থাৎ আপনি এত কম দামে এই নতুন ফোনটি কিনতে পারবেন। তবে আপনাকে হাতে গোনা কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। কারণ এই ফোনের প্রথম বিক্রি চলতি বছরের ২৪ মে থেকে শুরু হবে।
Realme Narzo N55 লঞ্চ হল ভারতে, দাম শুরু মাত্র ৮,৯৯৯ টাকা
এবার প্রশ্ন হল আপনি এই ফোনটি কোথা থেকে কিনবেন? Realme-এর অফিসিয়াল সাইট ছাড়াও, ই-কমার্স সাইট Amazon-এ পেয়ে যাবেন। ফোনটি দু’টি কালার ভ্যারিয়েন্টে পাবেন। ফোনটিতে ব্যাটারি দেওয়া হয়েছে 5000 mAh। যা 33W SuperVOOC ফাস্ট চার্জ সাপোর্ট করে। ফোনটিতে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ 5.0 পেয়ে যাবেন।