আরসিবির অধিনায়কত্বের দায়িত্বে বিরাট! গেলেন টস করতে
RCB's captaincy in charge of Virat

নজরবন্দি ব্যুরোঃ ২০২১ সালের পর কেটে গিয়েছে দু’বছর। কোভিডের ভীতি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে ক্রিকেট। হোম-অ্যাওয়ে ফরম্যাটে ফিরেছে আইপিএলও। এতকিছু বদলের মধ্যে এবার চোখে পড়ল আরেকটি চমক। দীর্ঘ সময় পরে অধিনায়ক হিসাবে মাঠে দেখা গেল বিরাট কোহলিকে।

আরও পড়ুনঃ সৌরভদের বিরুদ্ধে কী বদল হবে KKR এর একাদশে? হলে কে খেলবেন?

IPL23: আরসিবির অধিনায়কত্বের দায়িত্বে বিরাট! গেলেন টস করতে

বৃহস্পতিবার আরসিবির হয়ে তিনিই টস করতে নামেন। আরসিবি অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি দলে থাকা সত্ত্বেও কেন বিরাটের হাতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হল, তা নিয়ে অবশ্য প্রশ্ন থাকছে। গত বারের আইপিএলের আগেই আরসিবি-র নেতৃত্ব ছেড়ে দেন বিরাট।

আরসিবির অধিনায়কত্বের দায়িত্বে বিরাট! গেলেন টস করতে

IPL23: আরসিবির অধিনায়কত্বের দায়িত্বে বিরাট! গেলেন টস করতে

পরে ছাড়েন ভারতের নেতৃত্ব। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে নেতৃত্ব ছাড়ার পর এক দিনের ক্রিকেটেও তাঁকে আর অধিনায়ক রাখা হয়নি। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ় হারের পর লাল বলের ক্রিকেটেও আর নেতৃত্ব দেননি বিরাট।