কোন ব্যাঙ্ক থেকে কত ঋণ নিয়েছে #AdaniEnterprises? জানতে চাইল RBI
RBI asks Indian banks for details of exposure to Adani Group: Report

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ উঠেছে। এরপর থেকেই শেয়ার বাজারে রেকর্ড পতন হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই এবিষয়ে আলোচনা চেয়ে কার্যত উত্তাল হয়েছে সংসদ। অভিযোগ, গত কয়েকদিনে আদানি গোষ্ঠীর অধিনস্থা বিভিন্ন সংস্থার ১০ হাজার মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। এবার আদানি গোষ্ঠীর ওপর নজর পড়ল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার। কোন ব্যাঙ্ক থেকে কত ঋণ নিয়েছে #AdaniEnterprises? জানতে চাইল আরবিআই।

আরও পড়ুনঃ Calcutta High Court: সিবিআইয়ের প্রত্যেক অফিসারের সম্পত্তির হলফনামা চাই, নির্দেশ বিচারপতির

সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, যে সমস্ত ব্যনাক এবং আর্থিক সংস্থা আদানি গোষ্ঠীর মধ্যে পড়ে এমন কোনও সংস্থাকে ঋণ দিয়েছে তাঁদের সঙ্গে যোগাযোগ করেছে আরবিআই। এমনকি ঋণ নেওয়ার জন্য কী জামানত ব্যবস্থার করা হয়েছে? সুবটাই জানতে চেয়েছে আরবিআই। যদিও রিজার্চ ব্যাঙ্ক এবং আদানি গোষ্ঠীর তরফে কিছুই জানানো হয়নি। কিন্তু গত কয়েকদিনে শেয়ার বাজারে আদানি এন্টারপ্রাইজের যেভাবে পতন হয়েছে, তা এখন সেবির নজরে।

কোন ব্যাঙ্ক থেকে কত ঋণ নিয়েছে #AdaniEnterprises? নজর রাখছে আরবিআই ও সেবি 
কোন ব্যাঙ্ক থেকে কত ঋণ নিয়েছে #AdaniEnterprises? নজর রাখছে আরবিআই ও সেবি 

বৃহস্পতিবার আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানি ভিডিও বার্তায় জানিয়েছেন, বাজারের অস্থিরতার সিদ্ধান্তের দিকে তাকিয়ে সংস্থার পরিচালন বোর্ড দৃঢ়ভাবে মনে করছে বর্তমানে এফপিও চালিয়ে নিয়ে যাওয়া ঠিক হবে না। বিনিয়োগকারীরা যাতে লোকসানের সম্মুখীন যাতে না হন তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোন ব্যাঙ্ক থেকে কত ঋণ নিয়েছে #AdaniEnterprises? নজর রাখছে আরবিআই ও সেবি 

কোন ব্যাঙ্ক থেকে কত ঋণ নিয়েছে #AdaniEnterprises? নজর রাখছে আরবিআই ও সেবি 
কোন ব্যাঙ্ক থেকে কত ঋণ নিয়েছে #AdaniEnterprises? নজর রাখছে আরবিআই ও সেবি 

জানা গেছে, আদানি গোষ্ঠী এখনও অবধি যত ঋণ নিয়েছে, তার ৩৮ শতাংশ ব্যাঙ্কগুলি থেকে ঋণ নিয়েছে। আদানি গোষ্ঠীর ঋণদাতাদের মধ্যে রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইন্দাস্ল্যান্ড ব্যাঙ্ক। এছাড়া, আদানি গোষ্ঠীর ফিক্সড ডিপোজিটের প্রেক্ষিতে যে ঋণ দেওয়া হয়েছিল, তা গোষ্ঠীর মোট ঋণের ০.২০ শতাংশ। বাজারে আদানি গোষ্ঠীর মোট ঋণের পরিমাণ ৩ হাজার কোটি ডলার। যার মধ্যে ৯০০ কোটি ডলার ধার করা হয়েছে ভারতের বিভিন্ন ব্যাঙ্কগুলি থেকে। ফলত, আদানি গোষ্ঠী বিরাট ক্ষতির মুখে পড়লে মুখ থুবড়ে পড়বে ভারতীয় ব্যাঙ্কগুলিও।