উত্তরপ্রদেশে “বেটি বাঁচাও” প্রকল্পকে তীব্র কটাক্ষ রাহুল প্রিয়াঙ্কার

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ উত্তরপ্রদেশে “বেটি বাঁচাও” প্রকল্পকে তীব্র কটাক্ষ রাহুল প্রিয়াঙ্কার ।যোগী রাজ্যে একের পর এক ধর্ষণ ও হত্যার ঘটনায় শিউড়ে উঠেছে গোটা দেস।দলিত নাবালিকা ধর্ষণ যেন রোজকার ঘটনা হয়ে দারিয়েছহে।এমন পরিস্থিতিতে গতকালই উত্তরপ্রদেশে নারী নির্যাতন রুখতে ‘মিশন শক্তি’ কর্মসূচির উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরই মধ্যে তাঁর রাজ্যের এক মন্ত্রীর বিরুদ্ধে ওঠা এক অভিযোগকে কেন্দ্র করে সরগরম রাজনীতি। যোগীকে কটাক্ষ করে টুইট করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ।

আরও পড়ুনঃপুজোর মরসুমে উত্তর বঙ্গের জন্য মিলছে না ট্রেনের টিকিট? ভরসা দিচ্ছে NBSTC-র ২৩ টি স্পেশাল বাস।

তিনি দাবি করলেন, রাজ্যে ‘বেটি বাঁচানো’র কথা বলা হলেও ক্রমে বিষয়টা হয়ে দাঁড়িয়েছে, ‘অপরাধী বাঁচাও’। রাহুল একা নন, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও টুইট করে আক্রমণ করেছেন যোগীকে।কংগ্রেসের দুই নেতা-নেত্রীই তাঁদের টুইটের সঙ্গে যুক্ত করেছেন এক সংবাদের প্রতিবেদনকে। যে প্রতিবেদনে রয়েছে উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক লোকেন্দ্র প্রতাপ সিংহ সম্পর্কে একটি অভিযোগের কথা। গতকালই লোকেন্দ্র প্রতাপ ও তাঁর ছেলের বিরুদ্ধে অভিযোগ ওঠে থানায় পুলিশ হেফাজতে থাকা নারী নির্যাতনে অভিযুক্ত এক ব্যক্তিকে জোর করে ছাড়িয়ে নিয়ে যাওয়ার। সেই ঘটনার উল্লেখ করে রাহুল তাঁর টুইটে লেখেন, ‘‘যেভাবে শুরু হয়েছিল: কন্যা বাঁচাও। যেভাবে চলছে: অপরাধী বাঁচাও।’’

প্রিয়াঙ্কা গান্ধীও এই বিষয়ে টুইট করেন। তিনি হিন্দিতে লেখেন, ‘‘উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কি বলবেন এটা কোন মিশনের অন্তর্গত? কন্যা বাঁচাও নাকি অপরাধী বাঁচাও?’’উল্লেখ্য, হাথরাস কাণ্ডের পর থেকে এমনিতেই দেশজুড়ে প্রতিবাদের ধাক্কায় কোণঠাসা উত্তরপ্রদেশ সরকার। এই পরিস্থিতিতে কংগ্রেসও উত্তরপ্রদেশের নারী সুরক্ষা নিয়ে বারবার আক্রমণ শানিয়েছে যোগী সরকারের বিরুদ্ধে। হাথরাসের নির্যাতিতার মৃত্যুর পরেই প্রিয়াঙ্কা যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করেছিলেন।

উত্তরপ্রদেশে “বেটি বাঁচাও” প্রকল্পকে তীব্র কটাক্ষ রাহুল প্রিয়াঙ্কার ।এদিকে উত্তরপ্রদেশের বালিয়ায় প্রকাশ্য দিবালোকে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ধীরেন্দ্র সিংকে আজই উত্তরপ্রদেশের পুলিশ গ্রেপ্তার করেছে। অন্য দুই অভিযুক্তও গ্রেপ্তার হয়েছে। এই নিয়ে এই মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হল। যদিও হাথরস কাণ্ডে নির্যাতিতার পরিবার সঠিক বিচারের অপেক্ষায়।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ভোট বয়কটের সিদ্ধান্তে অবিচল নাগাল্যান্ডের ছয় জেলার মানুষ, ভোটের হার প্রায় শূন্য

ভোট বয়কটের সিদ্ধান্তে অবিচল নাগাল্যান্ডের ছয় জেলার মানুষ, ভোটের হার প্রায় শূন্য

সেই ক্ষোভেই বৃহস্পতিবার গোটা এলাকায় সম্পূর্ণ শাট ডাউনের দাবি তোলে ওই ENPO। তাদের ডাকে সাড়া দিয়েছে ওই এলাকার আমনাগরিক। ভোটের দিন গোটা পূর্ব নাগাল্যান্ডে কার্যত বনধের ছবি। ভোটকেন্দ্রে যাচ্ছেন না ভোটাররা। তাই এখন পর্যন্ত ভোটদান শূন্য।
কোনও সমীক্ষায় কান দেবেন না, বিজেপি ২০০ আসনও পাবে না, মুর্শিদাবাদ থেকে বার্তা মমতার

কোনও সমীক্ষায় কান দেবেন না, বিজেপি ২০০ আসনও পাবে না, মুর্শিদাবাদ থেকে বার্তা মমতার

একদিকে যখন রাজ্যের তিন কেন্দ্র কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভোটগ্রহণ চলছে। ঠিক সেসময়ই আবার মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে নেমেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোট শতাংশে হাফ সেঞ্চুরি বাংলায়, দুপুর ১ টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?

ভোট শতাংশে হাফ সেঞ্চুরি বাংলায়, দুপুর ১ টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?

সকাল ৯ টা পর্যন্ত বাংলায় তিন আসন মিলিয়ে ভোট পড়েছিল গড়ে ১৫ শতাংশ, যা ছিল দেশের মধ্যে সর্বোচ্চ। সকাল ১১ টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ছিল ৩৩.৫৬ শতাংশ। সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যে ৬ টা পর্যন্ত।
ভয় দেখিয়ে বিজেপিকে ভোট দিতে বাধ্য করছে কেন্দ্রীয় বাহিনী, শীতলকুচিতে অভিযোগ তৃণমূলের

ভয় দেখিয়ে বিজেপিকে ভোট দিতে বাধ্য করছে কেন্দ্রীয় বাহিনী, শীতলকুচিতে অভিযোগ তৃণমূলের

ভোটের প্রথম দিনেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর মদতে ভোটারদের ভয় দেখানো এবং রিগিংয়ের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
নিজেদের ভাগ্য বদল করতে কেকেআর এর বিরুদ্ধে সবুজ জার্সিতে নামবেন বিরাটরা

নিজেদের ভাগ্য বদল করতে কেকেআর এর বিরুদ্ধে সবুজ জার্সিতে নামবেন বিরাটরা

সেখানে নতুন জার্সিতে দেখা যাচ্ছে কোহলি, ফাফ ডুপ্লেসি ও দীনেশ কার্তিককে। পোস্টে লেখা, “আশা করছি জার্সির রঙে বদল করায় ভাগ্যও বদলাবে। ২১ তারিখ দেখা হচ্ছে।” চলতি মরসুমে বেঙ্গালুরুর ঘরের মাঠে আর তিনটি খেলা বাকি রয়েছে। তিনটিই রাতের ম্যাচ। ঘরের মাঠে দুপুরের ম্যাচ না থাকায় কেকেআরের বিরুদ্ধে সবুজ জার্সি পরে নামবেন কোহলিরা।

Lifestyle and More...