নজরবন্দি ব্যুরো: ‘ডন’ বলতেই যার মুখ চোখের সামনে ভেসে ওঠে তিনি হলেন শাহরুখ খান । অমিতাভ বচ্চনের পর ডনের আসনে দর্শক কিং খানকেই বসিয়েছে। ডন এবং ডন টু-র ব্যাপক সফলতার পর ডন থ্রি নিয়ে প্রবল আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে।
আরও পড়ুন:মমতার নির্দেশে স্থগিতাদেশ! বাংলায় চলবে বাঙালি পরিচালকের ছবি ‘দ্য কেরালা স্টোরি’
দীর্ঘ ১২ বছর পর ডন থ্রির প্রস্তুতি পর্ব শুরু করেছেন নির্মাতারা। বহু দিন থেকেই নানা জল্পনা তৈরি হয়েছিল ছবি ঘিরে। তবে একাধিক রিপোর্ট মারফত খবর, ফারহান আখতার পরিচালিত ডন থ্রি-তে থাকছেন না শাহরুখ খান। ডনের চরিত্রে শাহরুখের পরিবর্তে অভিনয় করবেন রণবীর সিং।
এক সর্বভারতীয় খবর অনুযায়ী, ইতোমধ্যেই ডন থ্রি থেকে বেরিয়ে গিয়েছেন শাহরুখ খান। এর আগেও শোনা যাচ্ছিল বেশ কয়েকটি নাম। সেখানে বলিউডের প্রথম সারির বেশ কয়েকজন নায়কের সঙ্গে নাম ছিল রণবীর সিংয়েরও। এবার সূত্রের খবর, বাকিদের পিছনে ফেলে এই ছবিতে ডনের দৌড়ে জায়গা করে নিয়েছেন রণবীর সিং।
ডন ও ডন ২ দুটি ছবিই ছিল বক্স অফিসে তুমুল সফল। কিন্তু ডন থ্রিয়ের গল্প পছন্দ হয়নি শাহরুখ খানের। অবশ্য ব্যক্তিগত কারণও উড়িয়ে দিচ্ছেন না অনেকে। ‘ডন’ সিরিজে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে জুটি বেঁধে কাজ করেছিলেন শাহরুখ। গুঞ্জন রয়েছে, ছবির শুটিংকালে প্রেমে পড়েছিলেন তারা।
‘ডন থ্রি’ তে শাহরুখের বদলে এবার রণবীর! কিন্তু কারণ কী?

সেই ঝড়ে কিং খানের সংসার ভাঙতে বসেছিল। তখন স্ত্রীকে শাহরুখ কথা দিয়েছিলেন, আর কখনো প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করবেন না। সত্যি সত্যি তা-ই হয়েছে। সিনেমা তো দূরের কথা কোনো অনুষ্ঠানেও তাদের কাছাকাছি দেখা যায়নি। এখন সেই পুরোনো ঝামেলা ঘাড়ে নিতে চাইছেন না পর্দার ‘পাঠান’।সেই জায়গায় ফারহানের দ্বিতীয় পছন্দ রণবীর সিং।