ব্যারাকপুরে TMC-CPIM মেলবন্ধন! তড়িৎবরণের বাড়িতে হাজির রাজ, কেন?
Raj Chakraborty meet with Tarit Baran Topdar

নজরবন্দি ব্যুরোঃ প্রাক্তন সিপিআইএম সাংসদ তড়িৎবরণ তোপদারের বাড়িতে হাজির তৃণমূল বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী। প্রায় ১ ঘন্টার কাছাকাছি কথা হয়েছে দুই নেতার মধ্যে বলে সূত্রের খবর। কিন্তু কেন এই সাক্ষাৎ? তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু। তবে, রাজ চক্রবর্তী সাফ জানিয়ে দিয়েছেন এই সাক্ষাৎ কেবলই সৌজন্যের।

আরও পড়ুনঃ দুবাইয়ে বাংলার মাটি! প্রবাসী বাঙালিদের সঙ্গে রাজ্য সংগীতে গলা মেলালেন মমতা

কম্যুনিস্ট নেতা তড়িৎ বরণ তোপদার ১৯৮৯ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ব্যারাকপুরের সাংসদ ছিলেন। ২০০৯ সালে তৃণমূলের দীনেশ ত্রিবেদীর কাছে তিনি পরাস্ত হন। স্বভাবের দিক থেকে তড়িৎ ছিলেন একজন দোর্দণ্ডপ্রতাপ নেতা। এবার আগামী বছর লোকসভা নির্বাচনের আগে তড়িৎ বরণের সঙ্গে রাজ চক্রবর্তীর দেখা হওয়াকে অনেকে সৌজন্য সাক্ষাৎ মানতে নারাজ হলেও দু’পক্ষই জানিয়েছে সাক্ষাতের কারণ।

ব্যারাকপুরে TMC-CPIM মেলবন্ধন! তড়িৎবরণের বাড়িতে হাজির রাজ, কেন?

আসলে, ব্যারাকপুরের ওপর একটি তথ্যচিত্র বানাচ্ছেন রাজ চক্রবর্তী। এমনটাই জানিয়েছেন তড়িৎবরণের ছেলে নীলাদ্রি তোপদার। সেই কারণেই অতীতের ব্যারাকপুর সম্পর্কে জানতে আগ্রহী রাজ। আর অতীতের ব্যারাকপুর সম্পর্কে তড়িৎবরণের চেয়ে ভালো কে জানেন! সেই কারণেই নাকি এই সাক্ষাৎ। এই তথ্যচিত্রে তড়িৎবরণকেও দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

ব্যারাকপুরে TMC-CPIM মেলবন্ধন! তড়িৎবরণের বাড়িতে হাজির রাজ, কেন?

ব্যারাকপুরে TMC-CPIM মেলবন্ধন! তড়িৎবরণের বাড়িতে হাজির রাজ, কেন?

নীলাদ্রি জানিয়েছেন, ‘”রাজ চক্রবর্তী বাবাকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করবেন। বাবা বাড়িতেই ছিলেন। তাই দেখা করলেন। কী কথা হয়েছে তাঁদের মধ্যে বলতে পারব না। অফিস থেকে ফিরে দেখলাম, বাবার সঙ্গে ব্যারাকপুর নিয়ে কথা হয়েছে। অতীত এবং বর্তমানের ব্যারাকপুর নিয়ে কথা হয়েছে।” অন্যদিকে রাজ চক্রবর্তীর কথায়, “আমি ওঁর সঙ্গে গল্প করতে এসেছিলাম! অনেক অজানা গল্প বললেন ব্যারাকপুর নিয়ে।”

ব্যারাকপুরে TMC-CPIM মেলবন্ধন! তড়িৎবরণের বাড়িতে হাজির রাজ, কেন?
ব্যারাকপুরে TMC-CPIM মেলবন্ধন! তড়িৎবরণের বাড়িতে হাজির রাজ, কেন?