নজরবন্দি ব্যুরোঃ চলতি মাসের শুরুতে করোনা গ্রাফ স্বস্তি দিলেও, উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স ভাইরাস। দিল্লিতে ২৪ ঘণ্টার মধ্যেই মিলল আরও এক মাঙ্কিপক্স আক্রান্তের হদিশ! এই নিয়ে রাজধানীতে ৩ জন এই ভয়ঙ্কর রোগে আক্রান্ত। আক্রান্ত মহিলাকে গতকাল এলএনজেপি হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুনঃ ফের বাড়ল দেশের করোনা সংক্রমণ, মহারাষ্ট্র দৈনিক আক্রান্তে প্রথম
তাঁর দেহে ফোস্কা, জ্বর-সহ মাঙ্কিপক্সের নানা উপসর্গ ছিল। আজ মহিলার টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। সূত্রের খবর, মহিলা আফ্রিকার একটি দেশের নাগরিক, কিন্তু সম্প্রতি তিনি বিদেশে ভ্রমণ করেননি। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন,
মাঙ্কিপক্স ভাইরাসের রোগ নির্ণয় ও টিকাকরণের বিষয়ে নজরদারির জন্য একটি জাতীয় টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। রাজ্যসভায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেছেন, ‘ভারতে এই মুহূর্তে আটজনের শরীরে মাঙ্কিপক্স ভাইরাস শনাক্ত করা হয়েছে। এঁদের মধ্যে পাঁচজনের বিদেশে ভ্রমণের ইতিহাস আছে।’
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে মোট মাঙ্কিপক্স আক্রান্তের মধ্যে ৫ জনই কেরলের। আর দিল্লিতে ৩ জন। কেরালায় ১৪ জুলাই প্রথম মাঙ্কিপক্স আক্রান্তের হদিশ মেলে। দিল্লি সরকার ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে,
বাড়াচ্ছে মাঙ্কিপক্স, দেশে মোট আক্রান্ত ৮
৩টি বেসরকারি হাসপাতালে মাঙ্কিপক্স আক্রান্তদের জন্য আইসোলেশন রুম প্রস্তুত রাখতে হবে। এরমধ্যে ৩টে ঘর রাখতে হবে মাঙ্কিপক্স আক্রান্তদের চিকিৎসার জন্য, অন্য ৩টে ঘর রাখতে হবে মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে ভর্তি রোগীদের জন্য।