নজরবন্দি ব্যুরো: এখনই বৃষ্টির হাত থেকে যে রেহাই মিলবে, তেমনটা এক্কেবারেই বলা যাচ্ছে না। আগামী কয়েকদিন আবহাওয়া একইরকম থাকবে। শুধু তাই নয়, দুই বঙ্গের এই কোথাও ভারী, কোথাও বিক্ষিপ্ত, কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট দিল হাওয়া অফিস।
আরও পড়ুন: ফের জোর টক্কর ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘জগদ্ধাত্রী’র মধ্যে, দেখুন এই সপ্তাহের সেরা কে?
আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে রাজ্যজুরে কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও আবার ভারী বৃষ্টির দেখা মিলেছে। তবে এখনই এই বৃষ্টি থামার কোনও লক্ষণই নেই। পাশাপাশি হাওয়া অফিস আরও জানাচ্ছে, নিম্নচাপটি শক্তি হারিয়ে আবারও ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। আর সেটি ঝাড়খণ্ডের দিকে সরে গেলেও বঙ্গোপসাগরের উপর একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। আর এই মৌসুমি অক্ষরেখার কারণেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। যার জন্য বৃষ্টির দাপট আরও বাড়তে পারে।

জানা যাচ্ছে, কলকাতা সহ শহরতলীর এলাকা গুলিতে হালকা থেকে মাঝারি এবং বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের তিন জেলায় অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
অন্যদিকে, উত্তরের জেলাগুলির ক্ষেত্রেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কালিম্পং, জলপাইগুড়ি এবং দুই দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপাতত এই সপ্তাহে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে।