নজরবন্দি ব্যুরো: দুর্গা পুজো ও কালী পুজোয় ভারী বৃষ্টি হয়নি। নবমীতে ছিটে ফোঁটা বৃষ্টি হলেও আমজনতার ঠাকুর দেখায় ব্যাঘাত ঘটেনি। কালীপুজোয় আবহাওয়া ছিল মনোরম। তবে গত সপ্তাহে ঘূর্ণিঝড়ের জেরে আকাশ মেঘলা ছিল। বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। এসবের মধ্যেই জগদ্ধাত্রী পুজো এসে গিয়েছে। উৎসবের মরশুমে কাঁটা বৃষ্টি? জেনে নিন আবহাওয়া কারেন্ট আপডেট।
আরও পড়ুন: নতুন সপ্তাহেই বাংলায় জাঁকিয়ে শীত? ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই আবহাওয়া বদল!
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সোমবার ও মঙ্গলবার (২০ ও ২১ নভেম্বর) দক্ষিণবঙ্গের একাদিক জেলায় বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, ঝাড়গ্রামে আগামী দুদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জগদ্ধাত্রী পুজোর নবমীতে অর্থাৎ মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং সহ পাহাড়ি এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। রাতের দিকে তাপমাত্রা কমবে। শীতের কম্পন বাড়বে।
হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। অন্যটি রয়েছে দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায়। অন্যদিকে, ঘূর্ণিঝড় মিধিলি গত শুক্রবার বাংলাদেশে আছড়ে পড়েছে। তার প্রভাবে ত্রিপুরা সহ উত্তরপূর্বের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হয়েছে। ‘মিধিলি’ ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টার এর আরও শক্তিক্ষয় হবে।
কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় কিছুটা আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে। সন্ধ্যে বেলার পর থেকেই শীতের আমেজ কিছুটা ফিরবে। আগামী তিন দিনে শহরে পারদ পতন হবে। তাপমাত্রা একধাক্কায় ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
জগদ্ধাত্রী পুজোর আনন্দে ‘ভিলেন’ বৃষ্টি? আশঙ্কায় উৎসবপ্রেমীরা, কী বলছে হাওয়া অফিস?
