নজরবন্দি ব্যুরোঃ ইতিহাস গড়ার স্বপ্ন ভঙ্গ ভারতের, প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতে ফেরার মতো রসদও ছিল। কিন্তু শেষমেশ একরাশ ব্যর্থতা নিয়েই ফিরতে হচ্ছে ভারতকে। কেপ টাউনে বিরাট কোহলিদের একপ্রকার অনায়াসে হারিয়ে সিরিজ পকেটে পুরে ফেলল প্রোটিয়ারা । বিশ্বের সব দেশে টেস্ট সিরিজ জেতার দুরন্ত রেকর্ড রয়েছে ভারতীয় টিমের।
আরও পড়ুনঃ জাতীয় দলের পর KKR, নাইটদের বোলিং কোচ শাস্ত্রীর সতীর্থ
প্রোটিয়াদের দেশে জিতলে বৃত্ত সম্পূর্ণ হত। তা আর হল না। ডিন এলগারের টিমের কাছে ১-২ সিরিজ হেরে গেল বিরাটরা। ৭ উইকেটে কেপ টাউন টেস্ট জয় দক্ষিণ আফ্রিকার। ২১২ রানের পুঁজি নিয়ে যে টেস্ট ম্যাচ জিততে গেলে বোলারদের দুরন্ত পারফরম্যান্স লাগে। জশপ্রীত বুমরা, মহম্মদ সামিরা বিদেশে এর আগেও চমত্কার পারফর্ম করেছেন।
সিরিজের শুরু থেকেও ফর্মে ছিলেন তাঁরা। কিন্তু কেপ টাউনের চতুর্থ ইনিংসে তাঁরা থামাতে পারলেন না প্রতিপক্ষকে। কেরিয়ারের পঞ্চম টেস্ট খেলতে নামা কিগান পিটারসেনই জয় ছিনিয়ে নিয়ে গেলেন। প্রথম ইনিংসে ৭২ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে ম্যাচ জেতার ৮২। যে পিচে ঋষভ পন্থ, বিরাট কোহলি ছাড়া ভারতের কোনও ব্যাটসম্যানই দাঁড়াতেই পারেনি, সেখানে দুই ইনিংসেই টিমকে ভরসা দিলেন পিটারসেন।
ইতিহাস গড়ার স্বপ্ন ভঙ্গ ভারতের, বিরাট বাহিনীকে উড়িয়ে ২-১ এ সিরিজ জয় প্রোটিয়াদের
বিরাট কোহলিরা শুধু যে সিরিজ হারলেন তাই নয়, সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও অনেকটা পিছিয়ে পড়লেন। এরপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে হলে আগামী দিনে ঘরের মাঠে সবক’টি ম্যাচ জিততে হবে ভারতকে। সেই সঙ্গে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ায় গিয়ে হারাতে হবে।
ভারত: ২২৩/১০ (কোহলি-৭৯) ও ১৯৮/১০ (পন্থ-১০০*)
দক্ষিণ আফ্রিকা: ২১০/১০ (পিটারসেন- ৭২, বুমরাহ-৪২/৫) ও ২১২-৩ (পিটারসেন-৮২, ভ্যান ডার ডুসেন ৪১)। দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী।