বলিউডের পর এবার বাংলাদেশী ছবি জুটি বাঁধতে চলেছে প্রসেনজিৎ-পরীমণি!
Prosenjit-Pori Moni work together in bangladesi film

নজরবন্দি ব্যুরোঃ একসময় টলিউড একাই সামলে ছিলেন বুম্বাদা। তাকে এককথায় বলা চলে টলিউডের পিতা! শুধুমাত্র টলিউড নয় অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন বলিউডেও। এবার টলিউড, বলিউড ছেড়ে তিনি নাকি পাড়ি দেবেন সুদূর বাংলাদেশে। তাও আবার জুটি বাঁধতে চলেছেন বাংলাদেশের বিতর্কিত অভিনেত্রী পরীমণির সঙ্গে।

আরও পড়ুনঃ চিরতরে অভিনয় ছাড়তে চলেছেন অনুষ্কা! দ্বিতীয় সন্তানের ভবিষ্যতের জন্যই এতবড় আত্মত্যাগ?

সিনেমার নাম প্রকাশ্যে, খেলা হবে। অনুমান করা হচ্ছে এই বাংলাদেশী সিনেমাটি হবে রাজনৈতিকভিত্তিক। এই সিনেমাতে বুম্বাদা এবং পরি ছাড়াও থাকবে মুশফিক ফারহান, আজাদ আবুল কালাম, মিশা সওদাগর, শহীদুল আলম সাচ্চু সহ আরও বহু অভিনেতা অভিনেত্রী।

Prosenjit-Pori Moni: বলিউডের পর এবার বাংলাদেশী ছবি, জুটি বাঁধতে চলেছে প্রসেনজিৎ-পরীমণি!

তবে বাংলাদেশী ছবি হলেও এই ছবির শুটিং কিন্তু কলকাতাতেই হবে। ইতিমধ্যে সেই ছবির শুটিং চালু হয়ে গিয়েছে। চলছে শুটিংয়ের কাজ। ৭ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর ছবির কাজ করার কথা রয়েছে। তবে শুটিং এই সময়ের মধ্যে শেষ না হলে পরে সময় বাড়তেও পারে।

বলিউডের পর এবার বাংলাদেশী ছবি, একসঙ্গে কাজ করবে প্রসেনজিৎ-পরীমণি

Prosenjit-Pori Moni: বলিউডের পর এবার বাংলাদেশী ছবি, জুটি বাঁধতে চলেছে প্রসেনজিৎ-পরীমণি!

তবে এই ছবির বিষয়ে বুম্বা দা কিংবা পরীমণি কেউই মুখ খোলেননি। তবে এই শেষ হয়। বাংলাদেশী পরিচালকরা নাকি এই জুটি নিয়ে পরবর্তীকালে আরও ছবি করার পরিকল্পনা করছেন। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। কথা বার্তা প্রাথমিক স্তরে রয়েছে। সদ্য জন্মদিন গিয়েছে অভিনেতার ফলে জন্মদিনের মাঝেই এতবড় সুখবরে বেজায় খুশি অনুরাগীমহল।