ফের কমলো বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম, কোলকাতায় কত?
price of commercial cooking gas has come down again

নজরবন্দি ব্যুরো: আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে দফায় দফায় কমেছে এলপিজি সিলিন্ডারের দাম। অগস্টেই এক দফায় কমেছিল রান্নার গ্যাসের দাম। এদিকে অক্টোবরের শুরুতেই উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য ১০০ টাকা করে ভর্তুকি বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুনঃ কলকাতা চলচ্চিত্র উৎসবে বড় চমক Salman Khan, একমঞ্চে দেখা যাবে না শেহেনশাহ-বাদশা-ভাইজান’কে

এরই মাঝে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন রাজনৈতিক দলও গ্যাসের দাম কমানো নিয়ে আলাদা আলাদা ঘোষণা করছে। এরই মাঝে মাঝ নভেম্বরে ফের একবার কমল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। আগামীকাল থেকে দাম কমলো বাণিজ্যিক রান্নার গ্যাসের।

Commercial Cooking Gas: ফের কমলো বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম, কোলকাতায় কত?

উনিশ কেজির এর দাম কমলো ৫৭ টাকা ৫০ পয়সা। এর আগে দাম ছিল  ১৯৪৩ টাকা। দাম কমায় এখন নতুন দাম হলো ১৮৮৫ টাকা ৫০ পয়সা। অপরদিকে ১৪ কেজি ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম একই রইল। এর আগে গত পহেলা সেপ্টেম্বর ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কমেছিল ১৫৭ টাকা।

ফের কমলো বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম, কোলকাতায় কত?

Commercial Cooking Gas: ফের কমলো বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম, কোলকাতায় কত?

কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম ১৮৮৫.৫ টাকা। এদিকে আজ থেকে নয়াদিল্লিতে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক সিলিন্ডারের দাম হল ১৭৭৫.৫০ টাকা, মুম্বইয়ে ১৭২৮ টাকা এবং চেন্নাইতে ১৯৪২ টাকা।