পোস্ট অফিসের অ্যাকাউন্টে এবার থাকতে হবে নূন্যতম টাকা, কত টাকা জানেন?
পোস্ট অফিসের অ্যাকাউন্টে এবার থাকতে হবে নূন্যতম টাকা, কত টাকা জানেন?

নজরবন্দি ব্যুরো : পোস্ট অফিসের অ্যাকাউন্টে এবার থাকতে হবে নূন্যতম টাকা, একধাক্কায় বাড়ল পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্সের অঙ্ক। বছরের শেষে ওই অঙ্কের অর্থ না থাকলে গুনতে হতে পারে জরিমানা। এমনকি জরিমানার পর অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য হলে সেই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। আগামী মাস থেকেই এই নিয়ম কার্যকর হতে চলেছে।

আরও পড়ুনঃ ছত্রিশগড়ে ফের মাওবাদী হামলা, শহীদ ১জওয়ান ,আহত একাধিক।

শুক্রবারই ইন্ডিয়া পোস্ট বিবৃতি দিয়ে জানিয়েছে, এবার থেকে পোস্ট অফিসে নূন্যতম ৫০০ টাকা রাখা বাধ্যতামূলক। ফলে আগে এর অঙ্কটা ছিল কম, তবে এবার থেকে ৫০০ টাকার কম টাকা ব্যাঙ্কে রাখলে বছর শেষে গুনতে হবে জরিমানা। আর এতেই সমস্যায় পড়ছেন, প্রান্তিক এলাকার মানুষজন।

ডিসেম্বরের ১১ তারিখের পর থেকে অ্যাকাউন্টে ৫০০ টাকার কম থাকলে মেন্টেনেন্স চার্জ হিসাবে সপখান থেকে ১০০ টাকা করে কাটা হবে। আর সেই জরিমানার পর যদি দেখা যায় অ্যাকাউন্ট শূন্য হয়ে গেছে তবে অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যাবে। উল্লেখ্য, ভারত ব্যাঙ্কের পাশাপাশি পোস্ট অফিসেও সেভিংস অ্যাকাউন্ট চালু করার হয়।

পোস্ট অফিসের অ্যাকাউন্টে এবার থাকতে হবে নূন্যতম টাকা, বর্তমানে ব্যাঙ্কের মতোই এটিএম কার্ড,চেক বুক ও ইন্টার ব্যাঙ্কিং-এর সুবিধা পাচ্ছেন গ্রাহকেরা। ওয়াকিবহাল মহল সূত্রে খবর, দেশের বহু মধ্যবিত্ত মানুষ এখনও পোস্ট অফিসে টাকা রাখেন। বিশেষ করে প্রান্তিক এলাকার মানুষেরা এই পরিষেবায় উপকৃত হন। একদিকে দেশে মহামারীর মতোন পরিস্থিতি। কাজ হারিয়েছেন অনেকেই। তারমধ্যে এি সিদ্ধান্ত কিছুটা হলেও বিপাকে পড়বেন সাধারণ মানুষ এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল।