Howrah-Puri Vande Bharat: হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনে প্রধানমন্ত্রী, জানুন ট্রেনের খুঁটিনাটি

হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনে প্রধানমন্ত্রী, জানুন ট্রেনের খুঁটিনাটি
PM Modi to flag off odisha's first vande bharat express from puri virtually, know details

নজরবন্দি ব্যুরোঃ এবার মাত্র ছয় ঘণ্টার ও কম সময় হাওড়া থেকে পুরী পৌছাতে পারবেন বঙ্গবাসী। আজ দুপুর ১ টায় বৃহস্পতিবার পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী যাত্রা হবে। আজ ভার্চুয়ালি হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণব। তবে আজ থেকেই শুরু হচ্ছেনা যাত্রী পরিষেবা।

আরও পড়ুনঃ আদালতের সময় নষ্ট করায় ৫০ লক্ষ টাকা জরিমানা, অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে CBI

হাওড়া থেকে ছাড়বে এই নতুন বন্দে ভারত। হাওড়া থেকে সকাল ৬ টা বেজে ৩০ মিনিটে ছাড়বে বন্দে ভারত এক্সপ্রেস। এবং ট্রেনটি পুরীতে পৌঁছাবে দুপুর ১২ টা ৩৫ মিনিট নাগাদ। এবং ওই দিনই হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে ১ টা ৫০ মিনিটে। এবং হাওড়া পৌছবে রাত ৮ টা ৩০ মিনিট নাগাদ। পশ্চিমবঙ্গে এই নিয়ে দ্বিতীয় বন্দে ভারত চালু হচ্ছে। আজ উদ্বোধনের পর ২০ মে থেকেই সর্ব সাধারণের জন্য এই ট্রেনের পরিষেবা চালু হবে। ইতিমধ্যেই ১৭ তারিখ থেকে ট্রেনের টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে।

হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনে প্রধানমন্ত্রী, জানুন খুঁটিনাটি
হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনে প্রধানমন্ত্রী, জানুন ট্রেনের খুঁটিনাটি

এই নতুন বন্দে ভারতে একটি সাধারণ শ্রেণী এবং একটি এক্সিকিউটিভ শ্রেণী থাকছে। এই ট্রেনের ১৬ টি কামরা। ১৪টি এসি চেয়ারকার ও ২টি এক্সিকিউটিভ চেয়ারকার। খুরদা রোড জংশন, ভুবনেশ্বর, কটক, জাজপুর কেওনঝড় রোড, ভদ্রক, বালাসোর এবং খড়্গপুরে দাঁড়াবে ট্রেনটি। বন্দে ভারতে করে হাওড়া থেকে পুরী যেতে খরচ পরবে ১২৬৫ টাকা। তবে এটি সাধারণ শ্রেণির ক্ষেত্রে। এক্সিকিউটিভ ক্লাসে ভাড়া ২৪২০ টাকা। বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিন হাওড়া থেকে পুরীর মধ্যে ছুটবে ভারতীয় রেলের উচ্চগতির এই ট্রেন।

হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনে প্রধানমন্ত্রী, জানুন ট্রেনের খুঁটিনাটি

এবার বন্দে ভারতে মাত্র ছয় ঘণ্টায় হাওড়া থেকে পুরী পৌঁছতে পারবেন বঙ্গবাসী, কবে থেকে শুরু হবে? 
এবার বন্দে ভারতে মাত্র ছয় ঘণ্টায় হাওড়া থেকে পুরী পৌঁছতে পারবেন বঙ্গবাসী, কবে থেকে শুরু হবে?

এর আগে শিয়ালদহ বা হাওড়া থেকে যে সমস্ত দূর পাল্লার ট্রেন গুলো চলাচল করতো সেই ট্রেন গুলিতে সময় লাগতো প্রায় ৮-১১ ঘণ্টা। এবার হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস প্রায় সাড়ে ৬ ঘণ্টায় ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করবে। যেখানে বর্তমানে শতাব্দী এক্সপ্রেস সময় নেয় ৭ ঘণ্টা ৩৫ মিনিট। হাওড়া-পুরীর মধ্যে ১ ঘণ্টা কম সময়েই পৌঁছে যাবে এই ট্রেন।