নজরবন্দি ব্যুরোঃ গত মাস অবধি লাগাতার বেড়েছে পেট্রোল-ডিজেলের মূল্য। যার জেরে নাভিশ্বাস আম জনতার। আপাতত টানা ১৮ দিন ধরে অপরিবর্তিত রয়েছে জ্বালানি তেলের মূল্য। কিন্তু আগামী দিনে কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম!
আরও পড়ুনঃ বৈঠকের সমাপন, শিল্প সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন মমতা
মনে করা হচ্ছে, আগামী দিনে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে পতন দেখা যেতে পারে। তাই দেশের বাজারেও কমতে পারে জ্বালানি তেলের দাম। গত দশ দিন আগে বেঞ্চ মার্ক ক্রড ওয়েলের প্রতি ব্যারেলের দাম ছিল ৮৪.৭৮ ডলার। যা ৬.৯৫ শতাংশ কমে হয়েছে ৭৮.৮৯ ডলার। তাই দেশের বাজারে তেলের দাম ১ টাকা অবধি কমতে পারে।
এই মুহুর্তে রাজধানী দিল্লীতে পেট্রোলের মূল্য ১০৩.৯৭ টাকা প্রতি লিটার, প্রতি লিটার ডিজেলের মূল্য ৮৬.৬৭ টাকা। মুম্বইয়ে প্রতি লিটার পেট্রোলের মূল্য ১০৯.৯৮ টাকা। ডিজেলের মূল্য ৯৪.১৪ টাকা। চেন্নাইয়ে প্রতি লিটার পেট্রোলের মূল্য ১০১.৪০ টাকা, প্রতি লিটার ডিজেলের মূল্য ৯১.৪৩ টাকা। কলকাতায় প্রতি লিটার পেট্রোলের মূল্য ১০৪.৬৭ টাকা, প্রতি লিটার ডিজেলের মূল্য ৮৯.৭৯ টাকা। শ্রীনগরে প্রতি লিটার পেট্রোল বিকোচ্ছে ১১৪.০১ টাকায়। প্রতি লিটার ডিজেল বিকোচ্ছে ৯৮.৩৯ টাকায়।
লখনউতে বুধবার পেট্রোল বিক্রি হয়েছে ৯৫.২৮ টাকা প্রতি লিটারে। ডিজেলের মূল্য ৮৬.৮০ টাকা। সিমলায় প্রতি লিটার পেট্রোলের মূল্য ৯৫.৭৮ টাকা, প্রতি লিটার ডিজেলের মূল্য ৮০.৩৫ টাকা। রাঁচিতে প্রতি লিটার পেট্রোল বিক্রি হয়েছে ৯৮.৫২ টাকা, প্রতি লিটারের ডিজেলের ৯১.৫৬ টাকায়। গ্যাংটককে পেট্রোলের মূল্য ৯৭.৭০ টাকা, ডিজেলের মূল্য ৯১.৫৬ টাকা।
কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম, আম জনতার জন্য খুশির খবর

বিজেপি শাসিত রাজ্যগুলিতে পেট্রোল-ডিজেলের দাম কমলেও একাধিক রাজ্যে এখনও জ্বালানি মূল্যের ওপর কর ছাড় দেওয়া হয়নি। ফলত অস্বস্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। তাই দাম পূর্বাভাসের খবর পেয়েই মুখে হাসি মধ্যবিত্তের।